• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

ব্যালন ডি’অরে দাপট স্পেনের, সেরা ফুটবলার রদ্রি

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  ব্যালন ডি’অর পেতে পারেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। এমনটাই জল্পনা চলছিল ফুটবলমহলে। কিন্তু আচমকাই পালাবদল। ব্যালন ডি’অর ঘোষণার কয়েক ঘণ্টা আগে থেকে ছড়িয়ে যায় ভিনিসিয়াস নন, পুরস্কার পেতে চলেছেন স্পেনের রদ্রি। আর সেটাই সত্যি হল। ফ্রান্স ফুটবল পত্রিকার বিচারে ২০২৪-র সেরা ফুটবলার হলেন ম্যাঞ্চেস্টার সিটির রদ্রি।

ব্যালন ডি’অরে দীর্ঘদিন দাপট ছিল মেসি ও রোনাল্ডোর। গতবারও এই পুরস্কার পেয়েছিলেন আর্জেন্টিনার তারকা। মাঝে করিম বেঞ্জেমা ও লুকা মদ্রিচও ব্যালন ডি’অর পেয়েছেন। কিন্তু ১৬ বছর এই পুরস্কারের কোনও বিভাগেই নাম ছিল না মেসি ও রোনাল্ডোর। বরং ভিনিসিয়াসকেই ব্যালন ডি’অরের দাবিদার বলে মনে করছিল ফুটবলবিশ্ব। গত মরশুমে তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও সুপারকোপা জিতেছেন। সব মিলিয়ে ৩১টা গোলও করেছেন রিয়াল মাদ্রিদ তারকা।

কিন্তু আচমকাই ‘ফাঁস’ হয়ে যায়, এবারের ব্যালন ডি’অর পেতে পারেন রদ্রি। স্পেনের ইউরো কাপ জয়ের নায়ক ছিলেন তিনি। সেই টুর্নামেন্টের সেরা প্লেয়ারও হন। এছাড়া ম্যাঞ্চেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডফিল্ডারের। গোটা মরশুমে ১২টি গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামে। আর ৬৪ বছর পর ব্যালন ডি’অর পেলেন কোনও স্প্যানিশ। শেষবার ১৯৬০ সালে এই পুরস্কার পেয়েছিলেন স্পেনের লুইস সুয়ারেজ।

এবারের ব্যালন ডি’অরে দাপট ছিল স্পেনেরই। প্রত্যাশিতভাবেই সেরা উঠতি তারকার পুরস্কার কোপা ট্রফি জিতলেন লামিনে ইয়ামাল। মহিলাদের ব্যালন ডি’অর পেলেন বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি। সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। সেরা কোচ কার্লো আন্সেলোত্তি। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা স্ট্রাইকার অর্থাৎ গার্ড মুলার ট্রফি যুগ্মভাবে জিতলেন হ্যারি কেন ও কিলিয়ান এমবাপে।

 

You can share this post!

Leave Comments