প্রায় দেড় দশক এই ড্রেসিংরুমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। সেই ড্রেসিংরুমকে বিদায় জানাতে গিয়ে চোখ ভিজে আসবে, সেটাই স্বাভাবিক। প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: প্রায় দেড় দশক এই ড্রেসিংরুমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। সেই ড্রেসিংরুমকে বিদায় জানাতে গিয়ে চোখ ভিজে আসবে, সেটাই স্বাভাবিক। যতই তিনি রবিচন্দ্রন অশ্বিন হোন, যতই তিনি আবেগ নিয়ন্ত্রণ করে যুক্তি নিয়ে বাঁচুন না কেন, সাজঘর ছাড়ার আগে আবেগি বার্তা শোনা গেল তাঁর মুখেও। মনে করালেন, কীভাবে রাহুল দ্রাবিড়-শচীন তেণ্ডুলকররা ছেড়ে যাওয়ার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল।
পুরুষদের মধ্যে সেরা গোলকিপার হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ভিনিসিয়াস জুনিয়র। অক্টোবর মাসে সম্ভাবনা জাগিয়েও ব্যালন ডি’ওর পুরস্কার পাননি তিনি। অবশেষে ‘প্রাপ্য’ সম্মান পেলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তরুণ অ্যাটাকার। ২০২৩-২৪ মরশুমে রিয়ালের হয়ে তিনি ২৪টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন।
কেন ক্রিকেট মুছে যাবে ব্রিসবেনের এই স্টেডিয়াম থেকে? প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। গাব্বার ঐতিহাসিক স্টেডিয়ামে গত সফরে সুমধুর স্মৃতি উপহার দিয়েছিলেন ঋষভ পন্থরা। এবারও ব্রিসবেন থেকে জয় ছিনিয়ে নিতে চাইবেন রোহিত শর্মারা। আর ৯৩ বছর পুরনো গাব্বায় হয়তো শেষবার টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগামী বছরের অ্যাসেজের পর ইতিহাস হয়ে যাবে এই স্টেডিয়াম।
হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের যাবতীয় দর্পচূর্ণ করে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেন হেড। প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: প্রথম ইনিংসে বড় রানের লিড নিল অস্ট্রেলিয়া। নেপথ্যে ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরি। এমনিতেও ভারতকে দেখলেই তেড়েফুঁড়ে ওঠেন হেড। সেটা ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বর্ডার গাভাসকর ট্রফিই বা বাদ যায় কেন? হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের যাবতীয় দর্পচূর্ণ করে অ্যাডিলেড টেস্টে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেললেন তিনি। ৪ উইকেট তুলে বুমরাহ একদিক সামাল দিলেন। তাতেও ১৫৭ রানের লিড তুলল অস্ট্রেলিয়া। গোলাপি বল টেস্টে তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। সিরাজ ৪ পেলেও রান বিলোলেন দেদার। অবশ্য হেডকেও তিনিই ফেরালেন।
আল-নাসেরে খেলার দরুন প্রায় দুবছর হয়ে গেল সপরিবারের সৌদিতে বেশিরভাগ সময় কাটাচ্ছেন রোনাল্ডো। প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী! চাঞ্চল্যকর দাবি আল-নাসেরে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আবদুল্লার। তিনি বলছেন, সিআর সেভেন ইসলামে আকৃষ্ট হয়েছেন। এবং ওই ধর্ম গ্রহণ করতে চান। যদিও রোনাল্ডোর তরফে এ নিয়ে পাকাপাকিভাবে কিছু জানা যায়নি।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: পারথের পরে অ্যাডিলেড। ফের প্রথম ইনিংসে ২০০র কমে গুটিয়ে গেল ভারতের ইনিংস। দিনরাতের টেস্ট খেলতে নেমে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ১৮০ রানে থেমে গেল ভারত। একাই ৬ উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসকে গুঁড়িয়ে দেন মিচেল স্টার্ক। ভারতীয় ব্যাটারদের মধ্যে এদিন সর্বোচ্চ ৪২ রান করেন তরুণ তারকা নীতীশ রেড্ডি।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: অ্যাডিলেডে ফের ব্যাটিং ব্যর্থতা। অজি পেসারদের সামনে আবারও ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন আপ। প্রথম সেশনে একশো রান পেরনোর আগেই ভারতের চার উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গী ঋষভ পন্থ। এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। তার পর থেকেই প্রশ্ন ওঠে, ভারত অধিনায়কের এই সিদ্ধান্ত আদৌ ঠিক ছিল কি?
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: একের পর এক সিরিজে বাদ পড়েছেন বাবর আজম। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার রান পাচ্ছেন না দীর্ঘদিন। এহেন পরিস্থিতিতে প্রাক্তন পাক অধিনায়কের জন্য বিশেষ পরামর্শ দিলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। তাঁর কথায়, মাথার তার গুলো বদলে ফেলতে হবে। তবেই ফর্মে ফিরতে পারেন বাবর (Babar Azam)।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখল আইসিসি। শুক্রবার আইসিসি বোর্ড বৈঠকে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে পরিষ্কার বলে দেওয়া হল, যদি ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজন করতে না রাজি হয় পাকিস্তান, তা হলে তাদেরকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে! এবং সেটাও অন্য দেশে!
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: সব কিছু ঠিকঠাক চললে, আজ শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে অনন্ত নাটকের উপর যবনিকা পড়তে চলেছে। তিন মাসও আর বাকি নেই যে টুর্নামেন্টের। আজ, শুক্রবার আইসিসির বোর্ড বৈঠক। সেখানে তিনটে পথের মধ্যে যে কোনও একটা নেওয়া হতে পারে।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ক্রিকেট খেলতে খেলতে মাঠেই মৃত্যু হল ক্রিকেটারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণেতে। জানা গিয়েছে, ম্যাচের চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন ইমরান প্যাটেল নামে ওই ক্রিকেটার। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় মেলেনি। মাঠেই মৃত্যু হয় ইমরানের।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: আইপিএলের নিলাম (IPL Mega Auction 2025) থেকে মোটামুটি শক্তিশালী দলই গড়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সমস্যা হল গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবার দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে অধিনায়ক কে হবেন? সেই নিয়েই এখন যাবতীয় জল্পনা। প্রথমে মনে করা হচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারই হবেন নাইটদের অধিনায়ক। তবে শেষবেলায় অজিঙ্ক রাহানেকে দলে নিয়ে খানিক চমক দিয়েছে নাইটরা। শোনা যাচ্ছে, রাহানেও অধিনায়কত্বের দৌড়ে ঢুকে পড়েছেন। কী পরিকল্পনা রাহানেকে নিয়ে? মুখ খুললেন নাইটদের সিইও বেঙ্কি মাইসোর।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: আসন্ন 2025 এর আইপিএলের প্রত্যেকটা দলের স্কোয়াড তৈরি হয়ে গেছে। পাঞ্জাব ও গুজরাট ছাড়া কেউ সম্পূর্ণভাবে নিজেদের স্কোয়াড তৈরি করতে পারেনি। তারা দুই দলই নিজে দেশ করে ২৫ জন খেলোয়াড় কে উপস্থিত করতে পেরেছেন। এবং বাদবাকি আটটা দল কেউ কেউ কুড়িটা কেউ কেউ 24 টা কেউ কেউ একুশটা করে প্লেয়ার নিজেদের স্কয়ারে যুক্ত করেছেন।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: আইপিএল নিলামে (IPL 2025 Mega Auction) সবই সম্ভব। কখনও আনসোল্ড থেকে যাবেন মহাতারকা ক্রিকেটার। আবার কখনও আচমকাই কোটি টাকার মালিক হয়ে যান অজানা-অনামী প্রতিভা। ঠিক সেটাই ঘটল বৈভব সূর্যবংশীর সঙ্গে। নিলামে যাকে রাজস্থান রয়্যালস কিনে নিল ১ কোটি ১০ লক্ষ টাকায়।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ভারত (প্রথম ইনিংস): ১৫০ অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ১০৪ ভারত (দ্বিতীয় ইনিংস): ৪৮৭/৬ ডিক্লেয়ার অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস): ২৩৮ ২৯৫ রানে জয়ী ভারত স্বাধীনতার পর মাত্র একবার পারথে গিয়ে টেস্ট জিতেছে ভারত। সেই ঐতিহাসিক নজির আরও একবার ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার গড়, গতি আর বাউন্সে ভরা পারথেই উড়ল ভারতের বিজয়পতাকা। প্যাট কামিন্সদের দর্পচূর্ণ করে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তাও রোহিত শর্মা, শুভমান গিলদের মতো বড় নামকে বাদ দিয়েই।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: আইপিএলের প্রথম দিনের নিলামে (IPL Auction 2025) উড়ল ৪৭৬.৯৫ কোটি টাকা। ভাগ্য নির্ধারণ হল ৭২ জন ক্রিকেটারের। কেমন দল গড়ল দশটি ফ্র্যাঞ্চাইজি? কার হাতেই বা রইল কত টাকা?
প্রতিবেদনে - রাহুল সাহা : কেকেআরের অধিনায়ক কে? রিটেনশনের পর সেভাবে উত্তর পাওয়া যায়নি। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা অবশ্যই দাবিদার ছিলেন। কিন্তু শ্রেয়স আইয়ার বিদায়ের পর অধিনায়ক নিয়ে মাথাব্যথা ছিল নাইটদের। আইপিএলের প্রথম দিনের নিলামের (IPL Auction 2025) পর তার মোটামুটি একটা উত্তর পাওয়া গেল। সব ঠিকঠাক চললে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) আগামী মরশুমে কেকেআরের নেতা হিসেবে দেখা যেতে পারে।
প্রতিবেদনে - রাহুল সাহা : প্রথম দিনের আইপিএল নিলাম শেষ। ভাগ্য নির্ধারণ হল ৭২ জন ক্রিকেটারের। যার মধ্যে প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি চর্চা ঋষভ পন্থকে নিয়ে। সমস্ত রেকর্ড ভেঙে ২৭ কোটিতে তাঁকে কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আবার আনসোল্ড থেকে গিয়েছেন ডেভিড ওয়ার্নারের মতো তারকা। কেকেআর তুলে নিয়েছে ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি’ককদের। কেমন হল প্রথম দিনের নিলাম? দেখে নিন নিলামের সব আপডেট।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: সম্প্রতি খুব একটা ভালো ফর্মে নেই। তাঁকে খোঁচা দিয়ে মন্তব্য করছেন প্রাক্তন অজি ক্রিকেটাররা। কিন্তু তাতেও অজিভূমে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে উন্মাদনা এতটুকু কমছে না। বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) হাড্ডাহাড্ডি লড়াই শুরুর আগে অজি সংবাদপত্রে ‘কিং’ সেই বিরাটই। কামব্যাক কিং থেকে গোট- নানা উপাধিতে বিরাটকে ভরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ভারতেও খেলা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! টুর্নামেন্ট নিয়ে ব্যাপক জল্পনার মধ্যেই উঠে এল নতুন তত্ত্ব। একটি সংবাদমাধ্যমের দাবি, শেষ পর্যন্ত পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় তাহলে ভারতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে। তবে তার জন্য সম্প্রচারকারী সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে আইসিসিকে।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ৩৬০ দিন পর ক্রিকেট ম্যাচে প্রত্যাবর্তন মহম্মদ শামির। চোট সারিয়ে রনজি ট্রফিতে ফিরেই আগুন ঝরালেন বঙ্গ পেসার। বৃহস্পতিবার একদিনেই চার উইকেট গেল তাঁর ঝুলিতে। শামির দুরন্ত বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেল মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন আপ। বাংলার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ উইকেটশিকারী শামিই।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে যাবে না ভারত। সেই বিষয়ে স্পষ্ট বার্তা পৌঁছে গিয়েছে পাক বোর্ডের কাছে। যার পালটা জবাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহারের কথাও ভাবছে পাকিস্তান। যদি পাকভূমে এই টুর্নামেন্ট না হয়, তাহলে কোথায় নামবেন রোহিত-বিরাটরা? দুবাই ছাড়া বিকল্প হিসেবে উঠে আসছে আরও একটি দেশের নাম।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: রোহিত শর্মা, বিরাট কোহলিরা যখন অস্ট্রেলিয়া সফর নিয়ে ভাবনা-চিন্তা করছেন, তখন সূর্যকুমার যাদবরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকেই হারিয়েই কাপ জিতেছিলেন রোহিতরা। যদিও এই ভারতীয় টিমের সঙ্গে এই টিম ইন্ডিয়ার বিস্তর ফারাক। ওই টিমের বেশিরভাগ ক্রিকেটাররাই এখন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন। সূর্যর নেতৃত্বে নতুন একটা ভারতীয় টিম নামছে। যাদের অনেকেরই আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: আইপিএলের মেগা অকশনের দামামা বেজে গিয়েছে। চলতি মাসের শেষেই নিলাম টেবিলে ঝড় তুলবেন একঝাঁক তারকা। নিজের দলের জন্য সেরা ক্রিকেটারদের বেছে নিতে ময়দানে নামবেন ১০ দলের মালিকরা। তবে বিশেষ নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলোর দিকে। গত মরশুমের খেতাবজয়ী কেকেআর রিটেন করেনি অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি দল। আগামী মরশুমে এই দলগুলোকে নেতৃত্ব দেবেন কে? খানিকটা আভাস মিলবে আগামী ২৪-২৫ নভেম্বরের নিলামে।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: আইপিএলের নিলামে প্রাথমিক পর্বে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। বিশ্বের প্রায় সব প্রথম সারির তারকা নাম লিখিয়েছেন মেগা নিলামে। প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি ভারতীয় ক্রিকেটার নাম লিখিয়েছেন। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকা। মোট ৯১ জন প্রোটিয়া নাম লিখিয়েছেন নিলামে।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: আর জল্পনা-কল্পনা নয়। ভারতের মাটিতে অলিম্পিক আয়োজনের জন্য সত্যিই প্রস্তুত হচ্ছে দেশ। ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। শুধু ওই বছরের অলিম্পিক নয়, তার সঙ্গে প্যারালিম্পিকও আয়োজন করতে চায় ভারত। উল্লেখ্য স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, “দেশের মাটিতে অলিম্পিক আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।” অবশেষে শুরু হয়ে গেল তার আনুষ্ঠানিক প্রক্রিয়া।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ব্যালন ডি’অর পেতে পারেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। এমনটাই জল্পনা চলছিল ফুটবলমহলে। কিন্তু আচমকাই পালাবদল। ব্যালন ডি’অর ঘোষণার কয়েক ঘণ্টা আগে থেকে ছড়িয়ে যায় ভিনিসিয়াস নন, পুরস্কার পেতে চলেছেন স্পেনের রদ্রি। আর সেটাই সত্যি হল। ফ্রান্স ফুটবল পত্রিকার বিচারে ২০২৪-র সেরা ফুটবলার হলেন ম্যাঞ্চেস্টার সিটির রদ্রি।
মাত্র ১৪ বছর বয়সেই জাতীয় স্তরে সোনা জিতে নতুন নজির গড়লো বাংলার মেয়ে স্বস্তিকা সরকার।
এল ক্লাসিকোয় বাজিমাত বার্সেলোনার! গোলশূন্য প্রথমার্ধের পর মিনিট দশকের ঝড়ে ছারখার সান্তিয়াগো বার্নাবেউ, জোড়া গোল লেওয়ানডস্কির। স্কোরশিটে নাম রাফিনাহ- ইয়ামালেরও।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: একসময় তাঁকে ভারতের নতুন তারকা বলে ধরা হত। তুলনা হয়েছিল শচীন তেণ্ডুলকরের সঙ্গেও। কিন্তু ভারতীয় ক্রিকেটের মূল বৃত্ত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন পৃথ্বী শ। এবার বাদ পড়লেন মুম্বইয়ের রনজি দল থেকেও। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: নতুন কোচ অস্কার ব্রুজো শহরে এসেছেন তিন দিন হল। এরই মধ্যে শনিবার ভোর রাতে শহরে পা দিয়েই তাঁকে ডার্বির বেঞ্চে বসতে হয়েছিল। ডার্বি হারের পর দু’দিন হয়ে গিয়েছে। এই দু’দিনের মধ্যেই ক্লেটন সিলভাদের তিনি বুঝিয়ে দিয়েছেন চোয়াল শক্ত করে ঘুরে দাঁড়ানোর জন্য সবকিছু করতে প্রস্তুত লাল-হলুদের এই স্প্যানিশ কোচ। হাতে সময় একেবারেই নেই। এমন পরিস্থিতিতেই মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে ওড়িশা এফসির বিরুদ্ধে। এই ম্যাচকে কার্যত ফাইনাল হিসাবে দেখছেন অস্কার। এদিন অনুশীলন শুরুর আগে ফুটবলারদের সঙ্গে প্রায় আধঘন্টা বৈঠক করেন অস্কার।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: আগামী কমনওয়েলথ গেমসে প্রায় অর্ধেক হয়ে গেল ভারতের পদক জয়ের সম্ভাবনা। কারণ একাধিক খেলাকেই ছেঁটে ফেলা হয়েছে ২০২৬ কমনওয়েলথ গেমস থেকে। তার মধ্যে রয়েছে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, ক্রিকেটের মতো একঝাঁক খেলা। এইসমস্ত খেলাগুলোতে ভারত বরাবরই ভাল ফল করেছে আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু আসন্ন কমনওয়েলথ গেমসে এই খেলাগুলো না থাকার কারণে ভারতের পদক জয়ের সংখ্যা কমবে অনেকটাই।
রবিবার আই এস এলে খেলতে নেমেছিল মহমেডান। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও হারতে হল সাদা-কালো ব্রিগেডকে। কিশোরভারতী স্টেডিয়ামে ১-২ গোলে হারল মহমেডান। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে তৈরি হল উত্তেজনা। সমর্থকদের বিক্ষোভের কারণে ৮ মিনিট স্থগিত রইল ম্যাচ।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: যিনি ব্যাটে-বলে আগুন ছড়ান, তিনি গিটার হাতে সুরের মূর্ছনাও তোলেন। কথা হচ্ছে আমেলিয়া কেরকে নিয়ে। প্রথমবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। টুর্নামেন্টের সেরাও হলেন। আর তার পর বিশ্বকাপ ট্রফি সামনে রেখে গিটার হাতে সুরের মূর্ছনা ছড়ালেন।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই চিন্নাস্বামীতেই দুদিনের মাথায় সেঞ্চুরির কাছে পৌঁছে গেলেন ঋষভ পন্থ। ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর মাঠে ফিরে দ্বিতীয় টেস্ট সিরিজ(IND vs NZ) খেলছেন তারকা উইকেটকিপার। আগের সিরিজে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। আবারও কঠিন সময়ে আগ্রাসী ইনিংস খেলে বেঙ্গালুরু টেস্টে দলকে বিপদ থেকে টেনে তুললেন। নিজে খোঁড়ালেও দলের রানকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেন। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হল না পন্থের। অন্যদিকে, ১৫০ রান করে নজির গড়লেন সরফরাজ খান।
বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ খান। মুম্বাইয়ের এই তরুণ ব্যাটসম্যানের ব্যাট থেকে সেঞ্চুরি এলো ঠিক এমন সময়, যখন দলের তাঁর থেকে এমন একটা গুরুত্বপূর্ণ ইনিংস ভীষণভাবে প্রয়োজন ছিল। তৃতীয় ইনিংসে তার এবং ঋষভ পন্থের পার্টনারশিপের উপর ভর করে ঘুরে বেড়াচ্ছে টিম ইন্ডিয়া।
সামনেই ডার্বি! এদিকে ক্লাবের ইতিহাসে প্রথমবার টানা ৬ ম্যাচ হেরে প্রবল চাপে ইস্টবেঙ্গল শিবির। ডার্বির আগে রইল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের হাঁড়ির খবর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শোচনীয় অবস্থা ভারতের! প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার ব্যাটিং ব্যর্থতার পর আশা করা হয়েছিল নিউজিল্যান্ডকে তাড়াতাড়ি ফেরাতে পারবেন রোহিতরা। কিন্তু উল্টে টিম ইন্ডিয়ার বোলারদের মুখে ঝামা ঘষে দিলেন 'ঘরের ছেলে' রচিন।
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: তিন দিন পরেই ডার্বি। মোহনবাগান অনুশীলনে গেলেই বোঝা যাচ্ছে। যুবভারতীর অনুশীলন মাঠে জ্যাসন কামিংসদের অনুশীলন দেখতে এসে মোহনবাগান সমর্থকদের যে উচ্ছ্বাস চোখে পড়ল তাতে করে বলেই দেওয়া যায়, মহামেডান ম্যাচ জয়ের পর ফুটবলারদের আত্মবিশ্বাস যেমন দ্বিগুণ হয়েছে, ঠিক তেমনি সমর্থকদেরও আস্থা ফিরে এসেছে পুরোদমেই। যে আস্থা হঠাৎই ধাক্কা খেয়েছিল সুনীল ছেত্রীদের কাছে বিধ্বস্থ হওয়ার পর।
দেবীপক্ষের মাঝেই হরমনপ্রীতের বিসর্জন! এবারের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সদ্য বিদায় নিয়েছে ভারত। তার পরেই ভারতের মহিলা দলে পরিবর্তনের আভাস। দলে নতুন অধিনায়ক খোঁজা শুরু হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে হরমনপ্রীত কউরকে। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন স্মৃতি মন্ধানা।
সোমবার ছিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে (পিএসসি) আনোয়ার আলির শুনানি। তা আবার পিছিয়ে গেল। হবে ২৩ অক্টোবর। শুনানিতে ইস্টবেঙ্গলের আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ১৯ অক্টোবর কলকাতা ডার্বিতে নিজের পুরনো ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আনোয়ারের কোনও বাধা রইল না।
কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের ম্যাচ হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। যা কার্যত ফাইনাল বলে ধরা হচ্ছিল। কিন্তু সোমবার সেই ম্যাচ হচ্ছে না। আইএফএ থেকে জানানো হয়েছে অনিবার্য কারণে সেই ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। ম্যাচটি পরে কবে, কখন হবে তা জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর ডায়মন্ডহারবার এফ সির চাপেই পিছিয়ে গেল ম্যাচ।
জিমন্যাস্টিক্সকে কে বিদায় জানালেন দীপা কর্মকার! নিজের এক্স হ্যান্ডেলে অবসর ঘোষণা করে তিনি জানালেন "এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না..."
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: চলতি টি-২০ বিশ্বকাপে এই প্রথমবার জয়ের স্বাদ পেল ভারত। পাকিস্তান: ১০৫/৮ (নিদা ২৮, অরুন্ধতী ৩/১৯, শ্রেয়াঙ্কা ২/১২) ভারত: ১০৬/৪ (শেফালি ৩২, হরমনপ্রীত ২৯, সানা ২/২৩)
প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল মেন ইন ব্লু। বাংলাদেশ: ১২৭/১০ (মেহেদি ৩৫, শান্ত ২৭, অর্শদীপ ৩/১৪, বরুণ ৩/৩১) ভারত: ১৩২/৩ (হার্দিক ৩৯, সূর্য ২৯, সঞ্জু ২৯, মুস্তাফিজুর ১/৩৬)
মোলিনার শেষ সুযোগ! প্রথম ম্যাচে কষ্টার্জিত ড্র, দ্বিতীয় ম্যাচে বিতর্কিত শেষ মুহূর্তের গোলে জয় এবং তৃতীয় ম্যাচে কান্তিরাভাতে লজ্জার পরাজয়। মরশুমের শুরুতে তারকা-খচিত দল করেও মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি মোহনবাগানের। ডুরান্ড কাপে অপ্রত্যাশিত হার এবং আই এস এল এর প্রথম ৩ ম্যাচে জঘন্য পারফরম্যান্সের জন্য অবশ্য দলের ফুটবলারদের চেয়ে বেশি দায়ী করা হচ্ছে মোহনবাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনাকে। মৌসুমের শুরুতেই দুরন্ত ছন্দে থাকা মোহামেডানের বিরুদ্ধে প্রথম কলকাতা ডার্বি হতে পারে তার শেষ সুযোগ।
ইন্দ্রপতনের রাত! অঘটনের খেলা সাধারণত বলা হয় ক্রিকেটকে। তবে এইদিনের ইউএফা চ্যাম্পিয়নস লিগের রাত দেখে ফুটবল প্রেমীরা সেই তকমাটি কেড়ে নেওয়ার দাবি তুলতেই পারেন। রিয়েল মাদ্রিদের অস্বমেদের ঘোড়া থামলো এই রাতে, হারলো বায়ার্ন, থাকলো আরও একরাশ চমক।
ইরানে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে না খেলতে যাবার জন্য শাস্তির মুখে পড়তে পারে মোহনবাগান। তাবরিজ়ে আজ, বুধবার ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে খেলা ছিল দিমিত্রি পেত্রাতসদের। চব্বিশ ঘণ্টা আগেই ৩৫ জন ফুটবলার তাঁদের স্বাক্ষর করা চিঠি দিয়ে ক্লাবকে জানান, এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরান যাওয়া সম্ভব নয়। তবে এই পরিপ্রেক্ষিতে গঙ্গাপাড়ের ক্লাব কে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়ে রাখল এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা।
সোমবার ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি । কানপুরে ৩৫ বলে ৪ টি চার ও ১ টি ছক্কার ওপর ভর করে ৪৭ রান করেন তিনি। এদিকে, এই ম্যাচে কোহলি একটি দুর্ধর্ষ নজিরও গড়েছেন। মূলত, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে কোহলি হাফ-সেঞ্চুরি মিস করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২৭ হাজার রান পূর্ণ করতে পেরেছেন।
টানা ব্যর্থতার দায় নিয়ে সরে গেলেন কুয়াদ্রাত। আইএসএলে পর পর তিন ম্যাচে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। শুক্রবার যুবভারতীতে এফসি গোয়ার কাছে হারের পরে মাঠেই শোনা গিয়েছে ‘কার্লেস কুয়াদ্রাত গো ব্যাক’ স্লোগান। এবার সেই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।
শুধুই পাবলিসিটি স্টান্ট!!! অসুস্থতা নিয়ে নাটক। সিসিটিভি তদন্তের মাধ্যমে টাইগার রবির স্বরূপ প্রকাশ্যে নিয়ে এলো কানপুর পুলিশ।
কুয়াদ্রাতের পরাজয় রথ অপরাজেয়। যুবভারতীতে কুয়াদ্রাতের টিমকে একাই শেষ করলেন ইস্টবেঙ্গল এর প্রাক্তনী বোরহা হেরেরা। গ্যালারিতে কোচের বিরুদ্ধে উঠলো, গো ব্যাক স্লোগান।
রাজনীতিতে যোগদানই চক্ষুশূল হওয়ার কারণ? বিতর্কিত হোয়ারঅ্যাবাউট ক্লজ মানেননি বলে ভিনেশ ফোগাটকে এবার শো কজ করলো জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা। ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে কুস্তিগীরকে। যিনি আপাতত ব্যস্ত হরিয়ানা নির্বাচনে।
সন্ধিহান শাকিব। নিরাপত্তার প্রতিশ্রুতি না পেলে আর ফিরবেন না বাংলাদেশে। পরিবারের সঙ্গে ঘর বাঁধবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে লেখা চিঠিতে জানিয়ে দিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকালই তিনি জানিয়েছিলেন বাংলাদেশে শেষ বারের মত খেলে তার অবসর গ্রহণের ইচ্ছা। তবে এইবার দেশে তার নিরাপত্তা নিয়ে সন্ধিহান এই তারকা ক্রিকেটার।
আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবসর নিয়েছিলেন। কিন্তু পুরোপুরি ফুটবলকে বিদায় জানানোর কোনও ইঙ্গিতই সাম্প্রতিককালে তিনি দেননি। অথচ বুধবার সবাইকে কার্যত অবাক করেই সোশ্যাল মিডিয়ায় ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন রাফায়েল ভারানে।
প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর আইএসএলের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান। দুবার পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনল সবুজ-মেরুণ ব্রিগেড।
সোনার ছেলে, সোনার মেয়ে। বুদাপেস্টে ৪৫তম ওপেন চেস ক্যাটাগরিতে এদিন দুটি সোনা এল ভারতে৷ এর আগে এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভাল ফল ছিল দুটি ব্রোঞ্জ, ২০১৪ ও ২০২২ এ এটা জিতেছিল ভারত৷ এই দুই বছরেই ভারত ওপেন সেকশনে পুরস্কার জিতেছিল৷ ২০২২ সালে মহিলাদের বিভাগে ভারত ব্রোঞ্জ জিতেছিল৷ ভারতের এটা প্রথম গোল্ডেন ডবল এবং চেস দুনিয়ায় তৃতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল।
কেরালায় কেলেঙ্কারি। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে বহুমূল্য দল নিজের পছন্দ সই বিদেশীদেরও পেয়েছেন, তা সত্ত্বেও রেজাল্ট দিতে ব্যর্থ ইস্ট বেঙ্গল কোচ কারলেস কুয়াদ্রাত। আই এস এল এর শুরুতেই পরপর দুই ম্যাচে মুখ থুবড়ে পড়ল লাল হলুদ ব্রিগেড।
চেন্নাইয়ে দুরমুশ বাংলাদেশ। প্রথম টেস্ট ২৮০ রানে ম্যাচ জিতে নতুন নজির গড়ল রোহিতের ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ০ রানে আউট হন ভারতের ওডিআই ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান শুভমন গিল। খেলার প্রথম দিনে চা পানের বিরতির আগে নাজেহাল অবস্থা ছিল ভারতের টপ অর্ডারের। কিন্তু চায়ের পর রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে নাজেহাল অবস্থায় পড়তে হয় বাংলাদেশের বোলারদের। প্রথম ইনিংসে ভারত ২০০ রানেরও বেশি রানে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আর খালি হাতে ফেরেননি শুভমন গিল। দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে নট আউট সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসের শুভমনের সাথে ২১৭ বলে ১৬৭ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।
চেন্নাইতে ভারত ও বাংলাদেশের মধ্যে চলা প্রথম টেস্টে দুর্ধর্ষ বোলিং করেছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৩ টি উইকেট নেন তিনি। এদিকে, তৃতীয় উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন বুমরাহ। মূলত, ভারতের এই ডানহাতি ফাস্ট বোলার তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ৪০০ উইকেট পূর্ণ করেছেন। এমতাবস্থায়, বুমরাহ ভারতের দশম বোলার হিসেবে বিবেচিত হচ্ছেন যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ বা তার বেশি উইকেট নিয়েছেন।
দু’জনেই আগ্রাসী। আইপিএলের মঞ্চে একে অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। স্বাভাবিকভাবেই গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা চলছিল ক্রিকেট মহলে। উভয়ে এক ড্রেসিং-রুমে থাকতে পারবেন তো, এমন আশঙ্কাও করছিলেন কেউ কেউ। তবে যাবতীয় জল্পনায় জল ঢালতে উদ্যোগী হলেন গম্ভীর-বিরাটই। এক আলাপচারিতায় দেখা গেল দু’জনকে। সেখানে কোহলি শুরুই করলেন এই বলে, ‘যাবতীয় মশলা ও মুচমুচে গল্পের এখানেই দাঁড়ি।’ গম্ভীর যোগ করলেন, ‘আলোচনার শুরুটা দারুণ হল।’
আবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারতীয় হকি দল। ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। জানিয়ে রাখি যে, ভারতীয় দলের হয়ে ফাইনালে একমাত্র গোলটি করেন জুগরাজ সিং।
লামিনে ইয়ামাল কী করতে পারেন সেটা সকলেরই জানা। জাতীয় দলের জার্সি হোক বা ক্লাব ফুটবল, সবেতেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। এই কম বয়সে তিনি যেভাবে তাঁর দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন সেটা প্রশংসনীয়। ফলে ফুটবলের মার্কেটে তাঁর ডিমান্ডও অনেক বেশি। আর তাঁকে ধরে রাখতে নিজেদের সবটা দিতে তৈরি তাঁর ক্লাব বার্সেলোনাও।
বেঙ্গালুরুর মাঠে রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। আইপিএলের ইতিহাসে রাসেল দ্বিতীয় অলরাউন্ডার, যাঁর ২০০০ রান এবং ১০০টি উইকেট রয়েছে। ম্যাচে বিরাট কোহলির ৮৩ রানে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। জবাবে ১৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কেকেআর। ওপেন করতে নেমে সুনীল নারাইন...............
শুক্রবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। তবে অনেকের কাছে এই ম্যাচ বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের। গত মরসুমে গম্ভীর ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। সেই সময় মাঠের মধ্যেই বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। এ বার কলকাতার মেন্টর তিনি। শুক্রবার কি আবার.................
গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে অভিষেকটা দারুণ হয়েছিল শুভমন গিলের। বিগত দুই বছর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খেলা শুভমন, গত রবিরার প্রথম ম্যাচেই তাঁর পুরনো ক্যাপ্টেনের দল মুম্বই ইন্ডিয়ান্সকে। হারিয়ে দিয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই হারতে হল শুভমনের গুজরাতকে। রুতুরাজ গায়কোয়াড়ের.....................
আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দক্ষিণের এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে, টানটান লড়়াই হয়েছে। এ বারও সেই স্বপ্নই দেখছেন দু’দলের সমর্থকেরা। কিন্তু এ বার ছবিটা আলাদা। চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে নামবেন না মহেন্দ্র সিংহ ধোনি। প্রতিযোগিতা শুরুর ২৪ ঘণ্টা আগে নেতৃত্ব ছেড়েছেন তিনি। নতুন অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। প্রথম ম্যাচেই নতুন অধিনায়কের সামনে বিরাট কোহলির দল। কোহলি অবশ্য নিজেও অধিনায়ক নন। তাঁদের সামনে চ্যালেঞ্জ.............
উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লো স্কোরিং ফাইনালে সহজেই দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি। আইপিএলে ১৬ বছরেও ট্রফি খরা এখনও কাটাতে পারেনি বিরাট কোহলিরা। স্মৃতি মন্ধনাদের হাত ধরে আরসিবির............
প্রায় দশ বছর ট্রফি-হীন। ২০১৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কী হবে? গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি কী আসবে? উত্তর সময় বলবে।তবে ১৭ তম আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা। আর অনুশীলের প্রথম দিনই মহাচমক দিল কলকাতা নাইট রাইডার্স। যা মন জিতে নিল সকলের। শুক্রবার প্রথম দিনই দেখা গেল কেকেআরের টিম বাসে বাংলার ঐতিহ্যের ছোঁয়া। টিম বাস জুড়ে শহরের স্থাপত্যের ছবি। বেলুড় মঠ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিশ্ব বাংলা গেট থেকে ট্রাম এবং......................
২২ মার্চ থেকে পড়বে আইপিএলের ১৭তম মরশুমের ঢাকে কাঠি। ২৩ মার্চ সানরাইডজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নতুন মরশুম শুরু হওয়ার আগে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না কেকেআরের। দলের অধিনায়ক শ্রেয়স আইযারের অফ ফর্ম চিন্তায়................
প্রতীক্ষার অবসান। আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। চলে এল ক্রোড়পতি লিগের দিনক্ষণ। চব্বিশের আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্য়ায় বিসিসিআই আইপিএলের প্রথম দুই সপ্তাহের নির্ঘণ্ট দিয়েছে। ১০ শহর জুড়ে ২১ ম্য়াচের সূচি ঘোষণা করা হয়েছে। প্রতি দল ন্যূনতম তিন ম্যাচ ও সর্বোচ্চ পাঁচটি করে ম্যাচ খেলবে। এখন প্রশ্ন কেন পুরো সূচি দেওয়া হল না? কারণ একটাই- চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন। সেই দিনক্ষণ এখনও.....................
সপ্তাহ খানেক আগেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। জানিয়েছিলেন সত্যিই দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে। বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় ডিভিলিয়ার্সের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও প্রশ্নও ওঠেনি। কিন্তু সাত দিন যেতে না যেতেই পুরোপুরি...............
ফুটবলার চুনী গোস্বামী ১৯৬২ থেকে ১৯৭৩ অব্দি রঞ্জিতে বাংলার প্রতিনিধিত্ব করেছেন। হ্যাঁ ঠিকই শুনলেন। তিনি এমন একজন ফুটবলার যিনি ভারতের ফুটবলের ইতিহাসে এক নম্বর ফরওয়ার্ড হওয়ার সাথে সাথেই বাংলার হয়ে দাপটের সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন।
মাঠের মধ্যে হোক কিংবা মাঠের বাইরে, ভারতীয় ক্রিকেটের 'ঈশ্বর' তথা মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে খুব কমই রাগতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি মাঝেমধ্যেই ছবি এবং ভিডিয়ো পোস্ট করে থাকেন। সেখানে তাঁর শান্ত এবং সরল ব্যবহার সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু, সোমবার সচিন এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। পাশাপাশি তাঁর যাবতীয় ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে। আসলে সচিনের একটি ইন্টারভিউয়ের ফেক ভিডিয়ো করা হয়। আর সেটাকে একটি.................
মাঠের মধ্যে হোক কিংবা মাঠের বাইরে, ভারতীয় ক্রিকেটের 'ঈশ্বর' তথা মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে খুব কমই রাগতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি মাঝেমধ্যেই ছবি এবং ভিডিয়ো পোস্ট করে থাকেন। সেখানে তাঁর শান্ত এবং সরল ব্যবহার সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু, সোমবার সচিন এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। পাশাপাশি তাঁর যাবতীয় ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে। আসলে সচিনের একটি ইন্টারভিউয়ের ফেক ভিডিয়ো করা হয়। আর সেটাকে একটি.................
ক্যাপ্টেন্সি গিয়েছে আগেই। তার পরও কি ছাঁটাই করা যায়? এ বার যদি ছেঁটে ফেলা হয়, তা হলে বাদই দিতে হবে টিম থেকে। সেই দিকেই কি গড়াচ্ছে পরিস্থিতি? তেমন হয়তো নয়, কিন্তু যা ঘটল রোহিত শর্মার সঙ্গে, তা কম অসম্মানের নয়। এমনই মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরা। হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে হঠাৎই নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে রোহিতের। পাঁচ বার মুম্বইকে আইপিএল জেতানো রোহিতকে কেন এ ভাবে সরানো হল, তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন মুম্বইয়ের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় প্রভাবও পড়েছিল তার। হঠাৎই কমে গিয়েছিল তাদের ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম...............
সম্প্রতি মহেন্দ্র সিং ধোনিকে হুঁকোয় টান দিতে দেখে তার ফ্যানেদের পিলে চমকে গেছে। এক পার্টিতে নাকি প্রাক্তন ভারতীয় টিমের ক্যাপ্টেনকে হুক্কা সেবন করতে দেখা গেছে যা নেটমাধ্যমে এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। এই ঘটনায় তার ফ্যানেদের একাংশ ক্ষুব্ধ! ভারতের ইউথ আইকনের দিকে সবাই তাকিয়ে আছে, তিনিই যদি দায়িত্বজ্ঞানহীনতায় ভুগে ধূমপান করেন তাহলে দেশের যুবা কি শিখবে।তাছাড়া মাহী দেশের খুদে ক্রিকেটারদের কাছেও অনুপ্রেরণা! তিনিই যদি তামাক সেবনে উৎসাহ দেন,ভারতীয় ক্রিকেটের উত্তরসুরিরা তাতে আদৰ্শগতভাবে..............
প্রতারণার শিকার হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছেলেবেলার বন্ধু এবং দীর্ঘদিনের বিজনেস পার্টনার মিহির দিবাকরের বিরুদ্ধে ১৫ কোটি টাকার প্রতারণার মামলা করলেন মাহি। শুধু মিহির দিবাকরই নন, তাঁর সঙ্গে সৌম্য বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেছেন ধোনি। তাঁরা দু’জন অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে............
এটা লক্ষ্য করার মত বিষয় যে গত বছর দক্ষিণ আফ্রিকা এই একই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সফর বাতিল করেছিল। এই বছরেই গ্রীষ্মে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার কথা আছে। শোনা যাচ্ছে তারাও তাদের পুরো শক্তির দল পাঠাবে না। স্টিভ ওয়া ভয় পাচ্ছেন যে এই ধারা চলতে থাকবে...
এদিকে মুজিবকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিনের ব্যাক আপ হিসেবে আফগান স্পিনার মুজিব উর রহমানকে নেওয়া হয়েছিল এবারের নিলামে। মুজিব যদি সত্যিই খেলতে না পারেন, তাহলে তাঁর বিকল্প কে হবেন নাইট রাইডার্সে? মুজিবকে নিলামে ২ কোটি টাকার বিনিময়ে কিনেছিল কেকেআর। এই আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন আফগান ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় সমস্যা বাড়ল কেকেআর শিবির। নবীন উল হক আবার লখনউ সুপার জায়ান্টসের প্লেয়ার। গতবারের আইপিএলে খেলার মধ্যেই বিরাট কোহলির...........
বিতর্কের রেশ এখনও কাটেনি। কিংবা বলা যেতে পারে বিতর্ক যেন মিটতেই চাইছে না। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই আশঙ্কার এক নতুন মুখ খুলে গেল। রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি থেকে কেন ছাঁটাই করা হল, সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে চলেছে ভারতীয় ক্রিকেট মহল। রোহিত নাকি ট্রেডিংয়ে মুম্বই ছাড়তে পারেন, এই গুঞ্জন রোজ একটু একটু করে বাড়ছে। ঠিক এমন পরিস্থিতিতে বেশ এলোমেলো করা এক খবর সামনে এল। হার্দিক পান্ডিয়াকে ভবিষ্যতের মুখ হিসেবে তুলে ধরতে চাইছে অম্বানি পরিবার, সেই পরিকল্পনা কি আদতে বাস্তবায়িত হবে? ওয়ান ডে বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোঁড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার........
আইপিএলের অকশন নিয়ে একের পর এক খবর উঠে আসছে শিরোনামে। এবার খবরের শিরোনামে উঠে এল পাঞ্জাব। আইপিএল নিলাম অনুষ্ঠানে পাঞ্জাব কিংসের একটি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও আপাতত বিতর্ক তুঙ্গে। শোনা যাচ্ছিল যে শশাঙ্ক সিং নামে একজন ভারতীয় ক্রিকেটারকে ভুল করে দলে.........
কাল নিলামে প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর। কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল এই বাঁ হাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে হায়দরাবাদে যোগ দিলেন........
ভেঙে গেল অতীতের সব রেকর্ড। আগের ১৬টি মরশুমে যা কখনও ঘটেনি, আইপিএল ২০২৪-এর মিনি নিলামে দেখা গেল তেমনই ছবি। এই প্রথমবার আইপিএলের নিলামে কোনও ক্রিকেটারের দাম ছাড়াল ২০ কোটি। দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল ২০২৪-এর মিনি নিলামে প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকার রেকর্ড মূল্যে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের সর্বকালের......
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মার্চে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই তার আগেই খেলা শেষ করার সূচি নেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে। এখন নিলাম প্রক্রিয়ার জন্য মোট ৩৩৩ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন করা হয়েছে, যেখানে সম্ভাব্য ৭৭ জন খেলোয়াড়কে ১০ টি ফ্র্যাঞ্চাইজির............
শচীন তেণ্ডুলকরের নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্যালারি আছে। তবে শচীনের নামে রেল স্টেশন! অবাক করার মতো মনে হলেও, এমনই অবাক করা ছবি সবার সামনে আনলেন......
চোখের নীচে কালশিটে দাগ। কপালে-গালে কাটা-ছড়ার ক্ষতচিহ্ন। নাকে লাগানো ব্যান্ডেজ স্ট্রিপ। দুর্ঘটনায় পড়লে অথবা বেদম পিটুনি খেলে ঠিক যেমন অবস্থা হয়, বিরাট কোহলির তেমনই এক ছবি দেখে......
এই সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্তিনার মহিলা সাংবাদিক সোফিয়া মার্তিনেজের সঙ্গে মেসি নাকি গোপনে 'রাসলীলা' চালিয়ে যাচ্ছেন। আর এই সম্পর্কের প্রভাব সরাসরি তাঁর ব্যক্তিগত জীবনে এসে পড়েছে। ওই প্রতিবেদনে এও দাবি করা হয়েছে যে ব্যাপারটা নিয়ে স্ত্রী আন্তোনেলা রোকুজোর সঙ্গে রোজকার ঝামেলা লেগেই রয়েছে। এমনকী, পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তাঁদের সুখী দাম্পত্য জীবনও আপাতত ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। শুধুমাত্র ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমই নয়......
হাসিন জাহান তার বিতর্কিত মন্তব্যে বহুদিন ধরেই প্রচারের আলোয় রয়েছেন। খুব সম্প্রতি একটি টিভি চ্যানেল কে দেওয়া সাক্ষাৎকারে যখন তাকে শামির অসাধারণ পারফর্মেন্সের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, " ক্রিকেটের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। ভালো খেললে ভালো উপার্জন করলে আমাদেরই ভালো। তবে ব্যক্তিগত ভাবে আমার কোনো ইচ্ছা নেই ওকে শুভেচ্ছা জানানোর। " এ হেন মন্তব্যে এমনিতেই খুব একটা খুশি হননি শামি -ভক্তরা। অনেকেই তাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করেছেন ' স্বার্থপর ' হিসাবে। এমতাবস্থায় হঠাৎই ইনস্টাগ্রামের একটি রিলে জাহান......
বিশ্বকাপের ফাইনালের পর ফের গতকাল মুখোমুখি হল ভারত - অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে উত্তেজনার খামতি ছিল না একটুকুও। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে তোলে ২০৮, ইংলিশ র সেঞ্চুরি আর.......
শুরু হতে চলেছে ১৭ তম আইপিএল, ইতিমধ্যেই অকশনের সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। আবার গৌতম গম্ভীর কলকাতায় ফেরায় খুশিও হয়েছে একাধিক নাইট লাভারসরা। কে কোন দলে গেল? কার কত দর উঠলো? সেসব পরের কথা। কিন্তু শোনা...........
ভারতীয় ওপেনার গিল। তিনি আজ অব্দি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খারাপ পারফরমেন্স করেননি। টেস্ট , টি -২০, আইপিএল - এ তাঁকে এই স্টেডিয়ামেই শতরান করতে দেখা গেছে। তাই তাঁকে নিয়ে আশাবাদী ছিলেন দর্শকসহ প্রত্যেকেই। দুইবার এই স্টেডিয়ামে খেলেও তেমন ফল করতে পারেননি তিনি। প্রথমবার যখন সদ্য ডেঙ্গুর কবল থেকে সেরে ওঠেন, তখন পাকিস্তানের বিরুদ্ধে.......
বিশ্বকাপে জোড়া পায়ে লাথি অস্ট্রেলিয় ক্রিকেটার মিচেল মার্শের! সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। অধিকাংশের বক্তব্য, ' ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান হয়েই কী ভাবে ট্রফিকে অসম্মান করার সাহস পেলেন তিনি? ' যদিও মার্শ বা অস্ট্রেলিয়ার......
রবিবার গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ২০ বছর আগের সেই রাতের স্মৃতিই ভারতবাসীকে ফিরিয়ে দিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের দুরমুশ করে ষষ্ঠবার বিশ্বকাপ জিতে নিলেন তাঁরা। সুযোগ এসেছিল ১২ বছর পর বিশ্বকাপ.......
এক যুগ পর ফের ইতিহাস তৈরির মুখে ভারত। একদিনের বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। ২০০৩-র মতো এবারও রোহিত-বিরাটদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ২০ বছর আগের জোহানেসবার্গের হারের বদলা.......
ঘটনাটি ঘটে যখন বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন। নেটে ব্যাট করছিলেন শচীন তেন্ডুলকার। দলে নবীন কোহলিকে বাকি খেলোয়াড়রা বললেন, নতুন আসা কোনো খেলোয়াড়কে নিয়মানুযায়ী শচীনের পা ছুঁয়ে শ্রদ্ধা দেখাতে হয়। তরুণ কোহলি সেটি মেনে নিয়ে নেটে শচীনের পা ছুঁতে চলে যান। কিন্তু বিষয়টি বুঝতে পেরে শচীন থামিয়ে দেন কোহলিকে। সেইসঙ্গে এও বলে দেন, কোহলির......
চলতি বিশ্বকাপে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমের নেতৃত্বে এই দলটা সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নিয়েছে। টুর্নামেন্টের শেষ চারে তারা কোয়ালিফাই করতে পারেনি। পয়েন্ট টেবিলে ৫ নম্বরে দাঁড়িয়ে পাকিস্তান এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ করে। তারা ৯ ম্যাচের মধ্যে মাত্র চারটেতেই জয়লাভ করতে পেরেছে। এমনকী, আফগানিস্তানের মতো দলের কাছেও হারতে হয়েছে তাদের। এমন পারফরম্যান্সের কারণে পাকিস্তান ক্রিকেট দলকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বাবরের ক্যাপ্টেন্সি এবং দলের বাকি ক্রিকেটারদের পারফরম্য়ান্স নিয়েও..........
টস হওয়ার সময় পাক অধিনায়ক হেড নেন। কিন্তু বিধি বাম। হেডের উল্টো টেইল এল। ফলত টসে হার। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেও যায় তাহলেও লাভ হবে না রিজওয়ানেরদের। বাবর আজম টসের পর বলেন, ‘আমরাও ব্য়াট চাইছিলাম। কিন্তু টস আমাদের হাতে নেই। তবে আমাদের হাতে ভালো বোলাররা আছেন এবং আমরা ওদের কম রানে আটকে রাখব। আমাদের একজন পরিবর্তন করা হয়েচে। হাসান আলি খেলছেন না, শাদাব খান দলে এসেছেন।’
অসম্ভব এক সমীকরণের সামনে পাকিস্তান। বিশ্বকাপে প্রথম পর্বের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততে তো হবেই, সেটাও আবার বিশাল ব্যবধানে। যেমন আগে ব্যাটিং করে ৩০০ রান করলেও পাকিস্তানকে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে...