• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

অগ্রিম বুকিংয়েই ১ কোটি পার করল ‘ভুলভুলাইয়া ৩’ , ‘সিংহম এগেইন’ টিকতে পারবে?

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:    অগ্রিম বুকিংয়েই বাজিমাত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির। বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেন্ড যা বলছে, দিওয়ালির সপ্তাহেই কামাল দেখাবে এই ছবি।

উলটো দিকে শুক্রবারই মুক্তি পাচ্ছে পরিচালক রোহিত শেট্টির মাল্টি স্টারার ছবি ‘সিংহম এগেইন’। বক্স অফিসের সূত্রের খবর অগ্রিম বুকিংয়ে অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২৩ লাখ টাকার মতো। তবে বিশেষজ্ঞরা বলছে, দিওয়ালি যত কাছে আসবে ততই বাড়বে ‘সিংহম এগেইন’ ছবির ব্যবসা। এই হিসেবে পুরোটাই শুক্র থেকে শনিবারের বক্স অফিস রিপোর্ট।

‘আমি যে তোমার, শুধু যে তোমার!’ গা ছমছমে মহলে নূপুরের শব্দ। কানে ভেসে আসে মঞ্জুলিকার বদলার হুমকি। আগেভাগেই শোনা গিয়েছিল যে, ‘ভুলভুলাইয়া ৩’ (BHOOL BHULAIYAA 3) ছবিতে বিদ্যা বালন ফিরছেন। তখন থেকেই ট্যুইস্টের অপেক্ষায় ছিলেন দর্শক অনুরাগীরা। বুধবার এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যা। তবে বিদ্যা একা নয়, এবারের চমক দুই মঞ্জুলিকা। হ্য়াঁ, বিদ্যার সঙ্গে এবার মঞ্জুলিকার রূপে ধরা দেবেন মাধুরী দীক্ষিত।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। বলা ভালো, বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে যে বিদ্যা আর মাধুরী বাজিমাত করতে চলেছেন, তার ঝলক মিলল ট্রেলারেই।

গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটে চলা একের পর এক ভৌতিক কাণ্ড। অভিশপ্ত অতীত। আর ঠিক সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের। এবারের কাস্টিংয়ে যেমন চমক রয়েছে, তেমন দর্শকদের জন্য অপেক্ষা করছে গল্পের ট্যুইস্টও। রয়েছেন তৃপ্তি দিমরিও। চলতি বছর দিওয়ালির মরশুমে প্রেক্ষাগৃহে আসছে ‘ভুলভুলাইয়া ৩’। আবারও যে এই ছবি বক্স অফিসে কাঁপন ধরাতে চলেছে, তার আভাস মিলল টিজারেই।

You can share this post!

Leave Comments