প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: মৃতের নাম পৃথ্বীরাজ নস্কর। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। পরিবার সূত্রে দাবি, ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন পৃথ্বীরাজ। ছেলে বাড়ি না ফেরায় ৭ তারিখ উস্তি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। বিজেপির এই কার্যালয়টি পৃথ্বীরাজের বাড়ির এক কিলোমিটারের মধ্যেই। গত চারদিন ধরে তালাবন্ধ ছিল সেটি। যা দেখে পরিবারের সন্দেহ হয়েছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পার্টি অফিসের জানলা দিয়ে পরিবারের লোকজন দেখে ভিতরে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনই উস্তি থানাকে খবর দিলে পুলিশ এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে। এর পর শুক্রবার তালাবন্ধ দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধার হয়। গতকাল রাতে পুলিশ তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকে দেখে বিবস্ত্র অবস্থায় দেহটি পড়ে রয়েছে। তাঁর পোশাক পাশেই পড়েছিল। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। দেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতের বাবা অমরেন্দ্রনাথ নস্কর জানিয়েছেন, পৃথ্বীরাজ যেহেতু বিজেপির মথুরাপুর মিডিয়া সেলের কনভেনার এবং দলের সক্রিয় কর্মী ছিলেন, তাই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। অভিযোগ, কিছুদিন আগে অভয়াকাণ্ডে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ায় বাড়িতে এসে হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। তাই পরিবারের দাবি পৃথ্বীরাজকে খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশও। রহস্যমৃত্যুর নেপথ্য়ে সম্পর্কের টানাপোড়েন চলছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave Comments