প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ৩৬০ দিন পর ক্রিকেট ম্যাচে প্রত্যাবর্তন মহম্মদ শামির। চোট সারিয়ে রনজি ট্রফিতে ফিরেই আগুন ঝরালেন বঙ্গ পেসার। বৃহস্পতিবার একদিনেই চার উইকেট গেল তাঁর ঝুলিতে। শামির দুরন্ত বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেল মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন আপ। বাংলার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ উইকেটশিকারী শামিই।
গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। একের পর এক চোটআঘাত ধাওয়া করেছে ভারতীয় পেসারকে। চোট সারিয়ে ফিট হওয়ার চেষ্টা করা সত্ত্বেও তাঁর জায়গা হয়নি বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে। তবু দাঁতে দাঁত চেপে শামি রিহ্যাব চালিয়ে গিয়েছেন নিজেকে ফিট করে তোলার জন্য। অবশেষে বাংলার হয়ে রনজি ম্যাচে নেমে পড়েছেন। বুধবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁকে রাখা হয় বাংলার প্রথম একাদশে।
একবছর পরে খেলতে নেমেও ঠিক আগের মতোই বল হাতে আগুন ঝরালেন বঙ্গ পেসার। বুধবার পর্যন্ত ভালো জায়গায় থাকা মধ্যপ্রদেশ ইনিংসকে শেষ করে দিলেন একা হাতেই। মাত্র ১৯ ওভার বল করে তাঁর শিকার মধ্যপ্রদেশের চার ব্যাটার। অধিনায়ক শুভম শর্মা ছাড়াও সারাংশ জৈন, কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়ার উইকেট পেয়েছেন শামি। ৪ ওভার মেডেন করে ৫৪ রান দিয়েছেন তারকা পেসার।
শামির দাপটে মাত্র ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশ ইনিংস। প্রথম ইনিংসে ৬১ রানের লিড পেয়েছে বাংলা। ফলে অ্যাওয়ে ম্যাচে জিতে ফেরার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে বাংলা শিবিরে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার স্কোর আপাতত এক উইকেট খুইয়ে ৩০। আউট হয়ে গিয়েছেন ওপেনার শুভম দে। রনজিতে এমন প্রত্যাবর্তনের পরেও কি অজি সফরের স্কোয়াডে উপেক্ষিত থাকবেন শামি? নাকি বর্ডার-গাভাসকর ট্রফির দলে শেষ মুহূর্তে নেওয়া হবে তাঁকে? চলছে চর্চা।
Leave Comments