• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Education

জানুন বিশ্বের প্রাচীনতম শিকারি প্রাণী টাইটানোকোরিস গেনেসির গল্প

ad

শীর্ষ টাইমস ডেস্ক: 

আজ থেকে প্রায় ৬০ লক্ষ বছর আগে, বিশ্বের প্রাচীনতম শিকারি প্রাণীদের মধ্যে সর্ববৃহৎ প্রাণী হিসেবে পরিচিত ছিল টাইটানোকোরিস গেনেসির । শুধু শিকারে পারদর্শীতাই নয়, পাশাপাশি তার শারীরিক গঠনের জন্য আজও বিখ্যাত এই প্রাণী । তার শারীরিক গঠন এতটাই বৈজ্ঞানিক ভাবে নিখুঁত যে কল্পবিজ্ঞানীরা তার দেহকে মহাকাশযানের সঙ্গে তুলনা করেছেন। এছাড়াও শিকারি প্রাণীকে গ্রীষ্মকালীন সাগরে ভাসমান মাদারশিপ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার বিজ্ঞানীরা ক্যানাডিয়ান রকিসের কুটেনায় ন্যাশনাল পার্কে টাইটানিক গেনেসি নামক একটি ক্যামব্রিয়ান পিরিয়ডে অর্থ্রোপডের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীরা এই বিষয়ে ঘোষণা করে জানিয়েছেন, বার্গেস শেল নামে একটি বিশাল শিলার গায়ে এই জীবাশ্ম খুঁজে পাওয়া গিয়েছে ।

 

টাইটানোকোরিস গেনেসির নামের অর্থ হল টাইটানিক হেলমেট। এবং বৈজ্ঞানিকদের মতামত অনুসারে, এই নামের ব্যবহার যথার্থ বলেই মনে করা হয়। এই প্রাণীর মাথার ক্যারাপেস তার শরীরের দৈর্ঘ্যের প্রায় দুই-তৃতীয়াংশ । যা প্রায় ৫০ সেন্টিমিটারের কাছাকাছি । তবে বৈজ্ঞানিকরা এও বলেছেন, বর্তমান সময়কালের সঙ্গে সেই সময়ের প্রাণীদের মাপের এক বিস্তর ফারাক রয়েছে। মূলত বর্তমান সময়ের হিসেবে এই মাপ খুব বড় না হলেও সেই সময়ে অর্থাৎ প্রিক্যামব্রিয়ান পিরিয়ডে প্রাণীদের দেহের দীর্ঘতা এত বেশি হত না। রয়্যাল অন্টারিও মিউজিয়াম টরন্টোর জীবাশ্মবিদ জাঁ বার্নার্ড বলেন,’ অন্যান্য জীবনের আকার গুলি সেই সময় মানুষের বৃদ্ধাঙ্গুলির চেয়ে ছোট ছিল। সেক্ষেত্রে দেখতে গেলে তুলনামূলক ভাবে, টাইটানোকোরিস একটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতের চেয়ে দীর্ঘ ছিল। হ্যাঁ, এটা একটি দৈত্য আকৃতির জীব ছিল। ‘ টাইটানোকোরিস শরীরের গঠন সম্পর্কে বৈজ্ঞানিকরা বলেন অতিকায়ত্ব এই অদ্ভুত প্রাণীটির, বহুমুখী চোখ, ত্রিভুজাকার দাঁতের মত কাঠামো দিয়ে জড়িয়ে থাকা একটি বৃত্তাকার মুখ রয়েছে। শিকার ধরার জন্য দুটি কাঁটাওয়ালা রেকের মতো নখর উপস্থিত। এছাড়াও তার শরীরে পালকের মতো গিলস এবং সাঁতারের জন্য তার দেহের পাশে ধারাবাহিক ঝাঁকুনি প্রদর্শনের মত ক্ষমতা সম্পন্ন অঙ্গ বর্তমান । এছাড়াও প্রাণীটির আকার টর্পেডো আকৃতির । মূলত সমুদ্রের তলদেশে বসবাসের ক্ষেত্রে এই ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায়। । বৈজ্ঞানিকরা আরও বলেন,’ যখন এই ক্যারাপেস জীবাশ্মগুলি প্রথম আবিষ্কৃত হয়েছিল, তখন তারা দেখতে এতটাই অস্বাভাবিক ছিল যে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত ছিলাম না যে তারা কোন ধরণের প্রাণী। ‘

ছবি সংগৃহীত

You can share this post!

Leave Comments