• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

পাকিস্তান নয়, ভারতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? ডামাডোলের মধ্যে শুরু নয়া জল্পনা

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  ভারতেও খেলা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! টুর্নামেন্ট নিয়ে ব্যাপক জল্পনার মধ্যেই উঠে এল নতুন তত্ত্ব। একটি সংবাদমাধ্যমের দাবি, শেষ পর্যন্ত পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় তাহলে ভারতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে। তবে তার জন্য সম্প্রচারকারী সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে আইসিসিকে।

ICC Champions Trophy 2025: India all set to host the tournament if  Pakistan....

বৃহস্পতিবার জল্পনা ছড়ায়, ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে আইসিসি! বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানেই স্পষ্ট জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানের মাটিতেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? সেক্ষেত্রে ভারত কি দল পাঠাবে সেদেশে? উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একেবারে অনড় পাকিস্তান। সেদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না।

এহেন পরিস্থিতি স্পোর্টস তক নামে একটি সংবাদসংস্থা মারফত জানা যায়, পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে পিসিবি এবং আইসিসিকে বেশ কিছু কথা জানিয়েছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। পাকিস্তানের আমজনতা হয়তো ভারতীয় ক্রিকেটারদের উষ্ণ আতিথেয়তা জানাবে, কিন্তু পাকভূমে রোহিত শর্মাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপরে হামলার উদাহরণও উল্লেখ করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। 

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত এবং পাকিস্তান দুই দেশই নিজেদের অবস্থানে অনড়। তার জেরে বিপাকে পড়েছে আইসিসি। স্পোর্টস তকের দাবি, এমনটা চলতে থাকলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি সরে দাঁড়াতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে ভারতে আয়োজিত হতে পারে টুর্নামেন্ট। তবে এমনটা হলে ভারতের মাটিতে পাকিস্তান খেলতে আসবে না বলেই ধরে নিচ্ছে আইসিসি। ফলে ভারত-পাকিস্তান মেগাম্যাচও হবে না। তার জেরে সম্প্রচারকারী সংস্থার লোকসানের অঙ্ক মেটাতে হতে পারে আইসিসিকেই।

You can share this post!

Leave Comments