প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:
ভারত (প্রথম ইনিংস): ১৫০
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ১০৪
ভারত (দ্বিতীয় ইনিংস): ৪৮৭/৬ ডিক্লেয়ার
অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস): ২৩৮
২৯৫ রানে জয়ী ভারত
স্বাধীনতার পর মাত্র একবার পারথে গিয়ে টেস্ট জিতেছে ভারত। সেই ঐতিহাসিক নজির আরও একবার ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার গড়, গতি আর বাউন্সে ভরা পারথেই উড়ল ভারতের বিজয়পতাকা। প্যাট কামিন্সদের দর্পচূর্ণ করে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তাও রোহিত শর্মা, শুভমান গিলদের মতো বড় নামকে বাদ দিয়েই।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে ধোঁয়াশা। হাজারো সমস্যার বোঝা মাথায় নিয়ে অজিভূমে পা রেখেছিল ভারত। অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শুভমান। ব্যক্তিগত কারণে দেশে থাকতে হয়েছিল রোহিতকেও। সমস্যা কবলিত এই টিম ইন্ডিয়া স্রেফ উড়ে যাবে মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের আগুনে বোলিংয়ের সামনে, এমনটাই মত ছিল ক্রিকেটবোদ্ধাদের।
প্রথম ইনিংসে অবশ্য সে আতঙ্কই তাড়া করছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পরে ভারত পারথ টেস্ট জিততে পারবে, অতি বড় ভক্তও সেটা ভাবতে পারেননি। কিন্তু অধিনায়ক বুমরাহ আশা ছাড়েননি। প্রথম ইনিংসে অজি পেসারদের পালটা আগুনে বোলিং শুরু করেন সিরাজ-হর্ষিতরা। মাত্র ১০৪ রানে গুটিয়ে দেন অজি ব্যাটিংকে। সেখান থেকেই শুরু হয় ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই।
বোলারদের দুর্দান্ত লড়াইয়ের পর ভারতীয় ব্যাটারদের তাণ্ডব দেখল পারথের অপ্টাস স্টেডিয়াম। যশস্বী জয়সওয়ালের নজিরগড়া ১৬১, বিরাট কোহলির ৩০তম সেঞ্চুরি, ফর্মে ফেরা কে এল রাহুলের ৭৭ রান- সব মিলে ৪৮৭ পর্যন্ত পৌঁছে যায় ভারত। ৫৩৪ রানে পাহাড় চাপে অজি ব্যাটারদের ঘাড়ে। রান তাড়া করতে নেমে মাত্র ১২ রানের মাথায় তিন উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় অজিরা।
তবে অস্ট্রেলিয়া মানেই শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই। পারথ টেস্টের (Border Gavaskar Trophy) চতুর্থ দিন দুরন্ত ব্যাটিং শুরু করেন ট্র্যাভিস হেড, মিচেল মার্শরা। ৮৯ করা হেডকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। জীবনের প্রথম টেস্ট উইকেট হিসাবে মিচেল মার্শকে তুলে নেন নীতীশ রেড্ডি। এই দুই ব্যাটার আউট হতেই ভারতের জয়ে কার্যত সিলমোহর পড়ে যায়। লোয়ার অর্ডারে অ্যালেক্স কেরি চেষ্টা করলেও, ম্যাচ ড্র করা তাঁর একার পক্ষে সম্ভব ছিল না। ২৯৫ রানের বিরাট ব্যবধানে পারথ টেস্টে জিতে গেল টিম ইন্ডিয়া।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র একবার পারথে গিয়ে জিতেছিল ভারত। ২০০৭-০৮ মরশুমে জেতে অনিল কুম্বলের টিম ইন্ডিয়া। সেই ইতিহাস আরও একবার ছুঁয়ে দেখলেন বুমরাহরা। এবার সামনে অ্যাডিলেড টেস্ট। আবারও দিনরাতের ম্যাচে অজিদের মুখোমুখি ভারত। ৩৬ অলআউটের শাপমোচন করতে পারবে গৌতম গম্ভীরের ‘নতুন’ ভারত?
Leave Comments