• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Travel

১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জানুন কোন পথে যান চলাচল

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  উরস উৎসবের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ডিসেম্বরের ১ তারিখ সন্ধ্যা থেকে থেকে ২ তারিখ সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ফলে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অন্য পথে যান চলাচল করবে। সঙ্গে খিদিরপুর রোড-সহ একাধিক রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। 

বিদ্যাসাগর সেতু ছাড়াও বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হবে। খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ থাকবে।

12 hours traffic stop at Vidyasagar Bridge

খিদিরপুর রোড ধরে পশ্চিমগামী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। সিজিআর রোড বরাবর পূর্বগামী গাড়িগুলোকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। যানচলাচল বন্ধ থাকলেও উরস উৎসবে অংশ নেওয়ার জন্য পায়ে হেঁটে ওই রাস্তাগুলো ব্যবহার করতে পারবেন। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ থাকায় ট্রাফিকের উপর চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ যানচলাচল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন থাকবে।

You can share this post!

Leave Comments