প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: জাতীয় পুরস্কার আগেই জিতেছেন। এবার অস্কারের পালা। বিশ্বমঞ্চে ইমন রাগ। সারা বিশ্বের সেরা ৮৯ গানের মধ্যে ঠাঁই পেল বাঙালি সঙ্গীতশিল্পীর বাংলা গান। রিয়ালিটি শো ‘সারেগামাপা’-র শুটিংয়ের ফাঁকে সংবাদ প্রতিদিন ডিজিটালকে প্রতিক্রিয়া দিলেন শিল্পী।
আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এখন চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। এর জন্যই রয়েছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি। যা তিনি ‘পুতুল’ সিনেমার জন্য গেয়েছিলেন। গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।
‘সারেগামাপা’-র সেটে যাওয়ার পথেই খবরটি পেয়েছিলেন ইমন। রিয়ালিটি শোয়ের শুটিংয়ের ফাঁসে সেকথা জানিয়ে বললেন, “আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমার বাবা-মায়ের আশীর্বাদ, আমার স্বামীর ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথের আশীর্বাদ। আমার শ্রোতা বন্ধুদের এত ভালোবাসায় আজকে এই খবরটা আমি পেয়েছি। ভীষণ খুশি। সারা বিশ্বের সেরা গানের মধ্যে যে আমার গানটা রয়েছে আমি এটা পুরোটা ডেডিকেট করতে চাই আমার বাংলার শ্রোতা বন্ধুদের। যাঁরা আমাকে আমি বানিয়েছেন, আমি তাঁদের এটা উৎসর্গ করতে চাই।”
Leave Comments