প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: পারথের পরে অ্যাডিলেড। ফের প্রথম ইনিংসে ২০০র কমে গুটিয়ে গেল ভারতের ইনিংস। দিনরাতের টেস্ট খেলতে নেমে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ১৮০ রানে থেমে গেল ভারত। একাই ৬ উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসকে গুঁড়িয়ে দেন মিচেল স্টার্ক। ভারতীয় ব্যাটারদের মধ্যে এদিন সর্বোচ্চ ৪২ রান করেন তরুণ তারকা নীতীশ রেড্ডি।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ওপেন করতে আসেন যশস্বী ও কেএল রাহুল। কিন্তু প্রথম বলেই বিপর্যয়। এলবিডব্লু হয়ে ফিরলেন যশস্বী জয়সওয়াল। সেখান থেকে অবশ্য ভারতের ইনিংসের হাল ধরেন রাহুল ও শুভমান গিল। আশা করা হচ্ছিল, দুজনের ব্যাটে ভর করে বড় রান করবে টিম ইন্ডিয়া। কিন্তু ফের স্টার্কের অতিরিক্ত বাউন্সের শিকার হন রাহুল। কিছুক্ষণ পরে ফিরে যান কোহলিও। আগের ম্যাচে সেঞ্চুরির পর এদিন তিনি আউট হন ৭ রানে। ৮১ রানের মাথায় শুভমান গিলেরও উইকেট হারায় ভারত। অজি পেসারদের সামনে আবারও ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। প্রথম সেশনে একশো রান পেরনোর আগেই ভারতের চার উইকেট পড়ে যায়।
রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে ছয় নম্বরে নেমেছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু সাফল্য পেলেন না। স্কট বোলান্ডের বলে ৩ রান করে ফিরে যান তিনি। ঋষভ পন্থও প্যাট কামিন্সের আচমকা অতিরিক্ত বাউন্সে আউট হলেন। শেষ পর্যন্ত ইনিংসের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি। ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে যান অশ্বিন। কিন্তু শেষের দিকে অজি পেসারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন নীতীশ। ৫৪ বলে ৪২ রান করেন তিনি। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। শেষ পর্যন্ত ভারত থেমে যায় ১৮০ রানে।
Leave Comments