• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Life Style

নিয়মিত স্ত্রীর স্তন্যপান করে ‘শক্তিমান’ স্বামী! নেপথ্যের কারণ জানলে মন গলবে

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:   শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন। ভাবছেন, এ আবার কেমন কাণ্ড! স্বামী স্তন্যপান করছেন! হ্যাঁ, এমনই ঘটছে সুদূর নর্থ আমেরিকায়। যেখানে এক কৃষাঙ্গ পরিবারে নিয়মিত ঘটে চলেছে এমন ঘটনা। তবে ব্যাপারটা শুনে অবাক লাগলেও, এর নেপথ্যে রয়েছে এক মন গলে যাওয়ার মতো গল্প।

বিষয়টা বিশদে বলা যাক। রাচেল ও আলেকজান্ডার। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁদের সুখের সংসার। তবে ধীরে ধীরে সন্তানরা বড় হয়েছে। দুই মেয়ের বয়স ১১ ও ১২, ছেলের বয়স ৯। সন্তানদের স্তনপান করা বয়স গিয়েছে। কিন্তু রাচেলের এমনই শারীরীক গঠন যে এখনও স্তনে দুধের উৎপাদন বেড়েই চলেছে। ডাক্তার দেখিয়েও কিছুতেই কমছে না এই সমস্যা। রাচেল জানিয়েছেন, ”একবার ঘুরতে গিয়ে হঠাৎই আমার স্তনে ব্যথা শুরু হয়। বুঝতেই পারছিলাম না কী করব। দেখছিলাম স্তন থেকে অনবরত দুধ বেরিয়ে যাচ্ছিল। উপায় না পেয়ে আমার স্বামী স্তন্যপান করতে শুরু করে। তারপর বেশ স্বস্তি পাই। তবে মাঝে মধ্যেই সমস্যায় পরছিলাম। অবশেষে দুজনেই ফন্দি করলাম। এখন এমন সমস্যা হওয়ার আগেই আমার স্বামী স্তন্যপান করেন। আগের থেকে আমি বেশ ভালো আছি।”

 

 video link---                             https://fb.watch/wzPPcw8NUm/

অন্যদিকে আলেকজান্ডার জানান, ”যেদিন থেকে আমি আমার স্ত্রীর স্তনপান করছি, সেদিন থেকে একটা জিনিস লক্ষ্য করছি। আমার শরীরেও নানা পরিবর্তন হয়েছে। আগের থেকে অনেক বেশি এনার্জি পাচ্ছি। আমার ত্বক সুন্দর হয়ে গিয়েছে। এমনকী, ইমিউন ক্ষমতাও বেড়ে গিয়েছে।”

রাচেল ও আকেলজান্ডার সোশাল মিডিয়ায় এই খবর জানানোর পরই, মারাত্মক ট্রোলের মুখে পড়েন। তবে এসবে পাত্তা না দিয়ে সুখে সংসার করাই তাঁদের একমাত্র লক্ষ্য।

 

 

You can share this post!

Leave Comments