• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Daily News

তপসিয়ার বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। ঝুপড়িতে কেউ আটকে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এত বেশি যে কাছাকাছি এগোতে পারছেন না দমকল কর্মীরা।  

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।] 

You can share this post!

Leave Comments