প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: কলকাতায় ফের উদ্ধার নরকঙ্কাল। এবার বেলেঘাটা আইডি হাসপাতালের ভিতর থেকে পাওয়া গেল মানুষের খুলি এবং হাড়গোড়। হাসপাতাল চত্বরে পরিত্যক্ত মর্গের বাইরে খুলি এবং হাড়গোড় দেখতে পাওয়া যায়। কীভাবে মাথার খুলি এবং হাড়গোড় এল, তা খতিয়ে দেখা হবে বলেই দাবি হাসপাতাল সুপারের।
পরিত্যক্ত মর্গের কাছে খুলি ও হাড়গোড়
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Leave Comments