• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Daily News

শীতে আগুন গিলে খেল আশ্রয়! শেষ সম্বল বাঁচানোর মরিয়া লড়াই তপসিয়ায়, লেন্সবন্দি হাহাকার

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:

রাজ্যের তরফে দুর্গতদের জন্য তিনটি ত্রাণশিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৮

শীতের দুপুরে আচমকা আগুন। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে ঘরছাড়া তপসিয়ার প্রায় ১২০ পরিবার। 

২৮

দমকলের ইঞ্জিন পরিস্থিতি আয়ত্তে আনতে ঝাঁপিয়ে পড়লেও রীতিমতো বেগ পেতে হয়। চোখের সামনে সর্বস্ব পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। 

৩৮

শেষ সম্বল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন ক্ষতিগ্রস্তরা। কেউ গামলায় পোশাক নিয়ে ঘর ছেড়েছেন, কারও হাতে আবার ফ্রিজ। 

৪৮

পুড়ে ছাই সাধের স্কুটার। মুহূর্তের আগুন গ্রাস করেছে বাড়ি। ধ্বংসস্তূপ জুড়ে শুধুই হাহাকার। 

৫৮

লেলিহান শিখার গ্রাসে ঘরছাড়া ১২০ টি পরিবার। ডিসেম্বরের শহরে রাতে মাথা গুঁজবেন কোথায়? এখনও উত্তর অজানা। 

৬৮

সর্বস্ব হারিয়ে নিঃস্ব ঝুপড়িবাসীরা। একমাত্র রাজ্য সরকার পাশে দাঁড়ালেই ফের ঘুরে দাঁড়াতে পারবেন, বলছেন ক্ষতিগ্রস্তরা। 

৭৮

জানা গিয়েছে, রাজ্যের তরফে দুর্গতদের জন্য তিনটি ত্রাণশিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই রাখা হবে ক্ষতিগ্রস্তদের।

৮৮

তপসিয়ার এই বসতির পাশেই রয়েছে বিলাসবহুল আবাসন। ধোঁয়ার দাপটে সেখানকার বাসিন্দারাও সমস্যায় পড়েন।

You can share this post!

Leave Comments