• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Daily News

দেরিতে ট্রেন চলার প্রতিবাদে রেল অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত পরিষেবা

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  নিত্যদিন ট্রেন দেরি। দেউলটি স্টেশনে রেল অবরোধ হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল। শনিবার বৃষ্টিভেজা সকালে ভোগান্তির  শিকার যাত্রীরা। যদিও মাত্র আধঘণ্টার মধ্যে স্বাভাবিক হয় পরিষেবা। 

নিত্যযাত্রীদের দাবি, হাওড়া-খড়গপুর শাখায় বেশিরভাগ দিনই লোকাল ট্রেন দেরিতে চলেছে। ৩০-৪০ মিনিট পর্যন্ত দেরিতে ট্রেন চলতেও দেখা যায়। আবার রাতের দিকে হাওড়া থেকে ছাড়া ট্রেনকে বারবার দাঁড় করিয়ে দূরপাল্লার ট্রেনকে ছেড়ে দেওয়া যায়। তার ফলে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছনো সম্ভব হয় না। ওই ডিভিশনের যাত্রীদের ক্ষোভ নতুন কিছু নয়। শনিবার সকালে খড়গপুর-হাওড়া লোকালকে দাঁড় করিয়ে অন্য ট্রেন পাশ করানো হয়। তাতেই যেন ক্ষোভের আগুনে ঘি পড়ে। তেতে ওঠেন যাত্রীরা।

দেউলটি স্টেশনে রেল অবরোধ করতে শুরু করেন যাত্রীরা। একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে যান। অবরোধকারী যাত্রীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে রেল অবরোধের জেরে শনিবার সকালে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। গন্তব্যে পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের। রেল অবরোধের জেরে বেশ কয়েকটি লোকাল ট্রেন সামান্য দেরিতে চলছে।

 

You can share this post!

Leave Comments