প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: ব্যাট হাতে চেনা ছন্দে নেই। এবার মাঠের বাইরেও সমস্যায় বিরাট কোহলি। তাঁর পানশালা ‘ওয়ান৮ কমিউন’-এর বিরুদ্ধে নোটিস জারি করেছে বেঙ্গালুরু ব্রুহৎ মহানগর পালিকে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে এই নোটিস জারি করা হয়েছে।
কোহলির রেস্তরাঁ এমজি রোডের রত্নম কমপ্লেক্সের সপ্তম তলে অবস্থিত। যা চিন্নাস্বামী স্টেডিয়ামের খুব কাছেই। সূত্রের খবর, দমকল বিভাগের থেকে উপযুক্ত ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়াই রেস্তরাঁটি চলছে। যে কারণে সমাজকর্মী কুনিগাল নরসিংহমূর্তি ও এইচ এম ভেঙ্কটেশ অভিযোগ আনেন। সেই অভিযোগ অনুযায়ী, বৃহত্তর বেঙ্গালুরুর মহানগর পালিকে (বিবিএমপি) নোটিস জারি করে। ২৯ নভেম্বর নোটিস জারি হলেও ‘ওয়ান৮ কমিউন’-এর তরফ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি।
বিবিএমপি-র শান্তিনগরের বিভাগের স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছে, কোহলির পানশালাকে সাতদিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উপযুক্ত জবাব না এলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এই পানশালাটি জনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত, তাই আরও বেশি সাবধানতা নেওয়া হচ্ছে। অতীতেও বেঙ্গালুরুর বিভিন্ন রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেটা বন্ধ করার জন্য বিবিএমপি ও দমকল থেকে পর্যবেক্ষণ চালানো হয়।
উল্লেখ্য এর আগেও বিতর্কে জড়ায় বিরাটের ‘ওয়ান৮ কমিউন’। চলতি বছরেই অভিযোগ ওঠে পানশালাটি রাত দেড়টা পর্যন্ত খোলা ছিল। যেখানে বেঙ্গালুরুতে রাত একটার পর কোনও পানশালা খুলে রাখা নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে গভীর রাতে অতিরিক্ত জোরে গান বাজানোর অভিযোগ আসে। তার পরই পদক্ষেপ নেয় বেঙ্গালুরু পুলিশ। আবার গত বছর ওয়ান৮ কমিউনের মুম্বই শাখায় তামিলনাড়ুর এক ব্যক্তিতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর বক্তব্য ছিল, বিশেষ ধরনের দক্ষিণী পোশাক পরায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এবার ফের বিতর্কে বিরাটের পানশালা।
Leave Comments