• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Helth

শিশুদের বাইরের খাবার না দেওয়ার পরামর্শ কেরল হাইকোর্টের

ad

শীর্ষ টাইমস ডেস্ক: এখনকার সময়ের বাচ্চারা মোবাইল ফোন ব্যবহার করতে একদম যাকে বলে "এক্সপার্ট "। কিন্তু মোবাইল ফোন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন কেরল হাইকোর্ট। 

 

সম্প্রতি একটি মামলা উঠে আসে কেরল হাইকোর্টে, রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে পর্ন ছবি দেখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামালায় আদালত জানায়, সংবিধানের ২৯২ ধারা অনুযায়ী তিনি অপরাধী নন। যেহেতু একা পর্ন ছবি দেখেছেন তিনি। অন্যদের সঙ্গে দেখলে অথবা পর্ন ছবি কাউকে পাঠালে তা অপরাধ বলে বিবেচিত হত। এই মামলার সূত্র ধরেই বিচারপতি পিভি কুনহিকৃষ্ণান পরামর্শ দেন অভিভাবকদের । তিনি বলেন, শিশুদের ফোন ঘাটতে না দিয়ে বরং তাদের বাইরে খেলতে যেতে দিতে । "সুইগী" , "জোম্যাটো" প্রভৃতি ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার না খাইয়ে বরং বাড়ির খাবার বা মায়ের হাতের খাবার খাওয়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। এতে শিশুর মনে ভালো প্রভাব পড়ে।

ছবি সংগৃহীত 

You can share this post!

Leave Comments