• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Education

শুধুই বিভীষণ নন, আরও এক পৌরাণিক 'ঘরশত্রু' যুযুৎসু। অজানা মহাভারতের কাহিনী

ad

দেবযানী দত্ত: ভারতবর্ষের প্রধান দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত। দুটি মহাকাব্য জুড়েই রয়েছে অজস্র চরিত্রের ভিড়। এর মধ্যে বহু পরিচিত এক চরিত্র রামায়ণের বিভীষণ। যে কোনওপারিবারিক বা বন্ধুস্থানীয় বিশ্বাসঘাতককে আমরা এক কথায় ডাকি 'ঘরশত্রু বিভীষণ' নামে। রাম-রাবণের যুদ্ধে তিনি বড় দাদা রাবণের সঙ্গ পরিত্যাগ করে যোগ দেন রামের পক্ষে। ধর্মের জন্য বেছে নেওয়া এই সিদ্ধান্তে 'বিশ্বাসঘাতকতার' তকমা জোটে তাঁর কপালে। কিন্ত মহাভারতেও এমনই এক 'বিশ্বাসঘাতক'-এর খোঁজ মেলে। তিনি হলেন ধৃতরাষ্ট্র পুত্র যুযুৎসু। 'যুযুৎসু' নামের 'যু' শব্দটির অর্থ যুদ্ধ এবং 'উৎসু' কথার অর্থ উৎসাহী। অর্থাৎ যুদ্ধ করতে উৎসাহী এক কৌরব রাজকুমার ছিলেন যুযুৎসু। ছিলেনও তো মহারথী বা অতিরথী। অর্থাৎ কিনা একসঙ্গে ৭,১২০০০ সৈন্যের সঙ্গে যুদ্ধ বিদ্যায় পারদর্শী।

তবে তাঁর একশ ভ্রাতার থেকে খুব একটা ভালো আচরণ তিনি কোনও কালেই পান নি। কারণ তিনি ছিলেন দাসীপুত্র। গান্ধারী তখন ১০১ সন্তান সমেত দীর্ঘ দুই বছরের গর্ভকালে। ওদিকে অন্ধ ধৃতরাষ্ট্রের দেখভালে নিযুক্ত গান্ধারীর দাসী সুগধা। তাঁদের মিলনে জন্ম হল যুযুৎসু-র। একই সময়ে বাকি কৌরবদের প্রায় সাথেই। ধৃতরাষ্ট্রের পুত্র, তাই পালিত হলেন বাকি রাজকুমারদের মতোই। ধনুর্বিদ্যা, অস্ত্রচালনা সমস্তই আয়ত্ত করলেন দ্রুত। পিছিয়ে গেলেন একমাত্র দাসীগর্ভে জন্মসূত্রে। কিন্ত এগিয়ে গেলেন সু-চরিত্রে এবং আদর্শে, যা তাঁকে করেছিল সব কৌরব থেকে আলাদা।

কাকা বিদূরের সু-পরামর্শে বরাবরই সাহায্য করে গেছেন পান্ডবদের। কখনও কৌরবদের ইন্দ্রপ্রস্থে জ্বলন্ত লাক্ষায় কুন্তীকে পুড়িয়ে মারার পরিকল্পনা ফাঁস করেছিলেন তো কখনও ভীম কে পানীয়ের সঙ্গে বিষপ্রয়োগে হত্যার ষড়যন্ত্র। দুরদর্শী যুযুৎসু বরাবরই কৌরবদের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে গেছেন। অনেক দ্বিধা নিয়েও কুরুক্ষেত্রের রণাঙ্গনে পান্ডবদের বিরুদ্ধে কৌরবদের সাথেই যুদ্ধে নেমেছিলেন তিনি। মনে ছিল প্রবল সংশয়, দ্বন্দ্ব।

হঠাৎই পান্ডবদের মধ্যে থেকে যুধিষ্ঠিরের দৃপ্ত কণ্ঠস্বর ভেসে আসে। তিনি রীতিমত ঘোষণা করেন,যে বা যাঁরা এখনও চায় কৌরবদের অধর্মের পথ ছেড়ে পান্ডবদের ন্যায়যুদ্ধে সামিল হতে যুদ্ধের চূড়ান্ত নিনাদ বেজে ওঠার আগেই যেন শিবির পরিবর্তন করেন। এই আহ্বানে আর স্থির থাকতে পারেন নি যুযুৎসু। তৎক্ষণাৎ এসে যোগ দেন পান্ডব শিবিরে। যুদ্ধে ধৃতরাষ্ট্রের একশ জন পুত্রের সকলেই নিহত হন।বেঁচে যান এক আর একমাত্র কৌরব যুযুৎসু।

 

ছবি : সংগৃহীত 

You can share this post!

Leave Comments