শীর্ষ টাইমস ডেস্ক : ডেঙ্গুর ভাইরাস মূলত আমাদের রক্তে প্লেটলেটের সংখ্যা কমিয়ে দেয়। প্লেটলেটের সময়কাল ৫ থেকে ১০ দিন , তারপর প্রয়োজন অনুযায়ী আবার প্লেটলেট উৎপাদিত হয়। একজন সুস্থ মানুষের রক্তে স্বাভাবিক প্লেটলেটের পরিমাণ , প্রতি মাইক্রো লিটারে ১৫০,০০০ থেকে ২৫০,০০০। ডেঙ্গুর ভাইরাস দ্রুত এই প্লেটলেটের সংখ্যা কমিয়ে দেয়। প্লেটলেটের সংখ্যা ১০০,০০০ - এর নীচে চলে গেলে তা মারাত্বক ক্ষতির কারণ হতে পারে। প্লেটলেটের সংখ্যা যদি ৫০০০০ - এর নীচে চলে গেলে থ্রমবোসাইটোপেনিয়া নামক রোগ হতে পারে। প্লেটলেটের সংখ্যা অতিরিক্ত কমে গেলে রক্ত জমাট বাঁধে যার ফলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এবং রোগীর মৃত্যু ঘটে।
এআইএমএসটি ইউনিভার্সিটির প্রফেসর ড. এস কাঠিরেসান একটি গবেষণায় জানিয়েছেন , পেঁপে পাতার রসে প্লেটলেট উৎপাদনকারী উপাদান আছে যা ডেঙ্গুর সময় বিশেষ কার্যকরী।গবেষণায় জানা গেছে পেঁপে পাতার রসে ডেঙ্গু প্রতিরোধক উপাদান থাকে যা রক্তে প্লেটলেটের মাত্রা বাড়ায়। কচি পেঁপে পাতা ভালো করে ধুয়ে বেটে, ছেকে তার রসটা কোনওরকম নুন বা চিনি না মিশিয়ে খেতে হবে। বয়স্কদের ৮ ঘণ্টা ছাড়া ছাড়া ১০ মিলি লিটার ও ৫ থেকে ১২ বছর বয়সীদের ৫ মিলিলিটার ও ৫ বছরের কম বয়সীদের ২.৫ মিলিলিটার করে খাওয়ানো উচিত। ডাক্তারদের মতে রক্তে প্লেটলেটের সংখ্যা ১৫০,০০০ - এর নীচে নেমে গেলেই পেঁপের রস খাওয়া উচিত এবং অবশ্যই ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত।
ছবি : সংগৃহীত
Leave Comments