• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Education

ক্ষণস্থায়ী সম্পর্কের যুগে চিরস্থায়ী কেবল এই বাল্ব

ad

শীর্ষ টাইমস ডেস্ক: এই যুগে সম্পর্ক ভাঙে আবার গড়ে। এমনকি এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। হয়তো এই তথ্যকেই মিথ্যে বলে উড়িয়ে দিতে চেয়েছে এই বাল্ব। সমহিমায় জ্বলে যাচ্ছে ১২০ বছর ধরে। বাল্বটি মাত্র ৬০ ওয়াটের। 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি ফায়ার স্টেশনে থাকা এই বাল্বটি জ্বলছে ১২০ বছর ধরে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটি সবচেয়ে পুরনো বাল্বের তকমা পেয়েছে। ১৯০১ সালে উত্তর ক্যালিফোর্নিয়ার রিভার্মোরের একটি ফায়ার স্টেশনে এই বাল্বটি লাগানো হয়েছিল। কেবলমাত্র ১৯০৭ ও ১৯৩৭ সালে কিছু সময়ের জন্য বাল্বটি বন্ধ ছিল। এত দীর্ঘ সময় ধরে কিভাবে বাল্বটি জ্বলছে তার কোনও ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছে। এই বাল্ব নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা তৈরি হয়েছে। যেমন কেউ কেউ একে ভুতুড়ে বাল্ব বলে থাকে। আরও একটি অবাক করা বিষয় আছে বাল্বটিকে ঘিরে। ৬০ ওয়াটের এই বাল্ব জ্বলে ৪ ওয়াটের বিদ্যুতেও। 

 

অনেক পরীক্ষা করেও বিজ্ঞানীরা কোনও তফাৎ পাননি এই বাল্বটির অন্যান্য সাধারণ বাল্বের। ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী জ্বলতে থাকা এই বাল্বটি বিস্ময় সৃষ্টি করেছে তো বটেই।

You can share this post!

Leave Comments