• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Helth

প্লাস্টিকের স্ট্র - তেই আসল ক্ষতি! দেখেনিন কী কী ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে এই ছোট্ট জিনিসটি

ad

শীর্ষ টাইমস ডেস্ক: খুবই ছোট একটা জিনিষ কিন্তু নিত্যসঙ্গী। ডাবের জল থেকে শুরু করে ঠান্ডা পানীয় সব ক্ষেত্রেই এই স্ট্র বাঞ্ছনীয়। বাচ্চাদের জন্যও সুবিধা, গায়ে পরার সম্ভাবনা কম। কিন্তু এই স্ট্র দিয়ে স্বাস্থ্যকর পানীয় খেলেও তা শরীরে ঢুকে বিষে পরিণত হয়। চিকিৎসকরাও স্ট্র ব্যবহার অপছন্দ করে।

আসুন দেখেনি স্ট্র ব্যবহারে হতে পারে কী কী ক্ষতি

দাঁতের সমস্যা

প্লাস্টিকের স্ট্র ব্যবহারে বাড়তে পারে দাঁতের সমস্যা। আপনার নরম বা মিষ্টিজাতীয় পানীয়তে যে চিনি থাকে, প্লাস্টিকের স্ট্র-এর মাধ্যমে তা পান করলে সরাসরি দাঁতের উপর প্রভাব ফেলে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হতে পারে।

গ্যাসের সমস্যা

প্লাস্টিকের স্ট্র দিয়ে পানীয় খাওয়ার সময় আমাদের দেহে অতিরিক্ত বায়ুও প্রবেশ করেন। এতে অ্যারোফ্যাগিয়া বলে। এই বায়ু পরিপাকতন্ত্রে গ্যাস ও ফোলাভাবের সমস্যা বাড়িয়ে তোলে। এতে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে।

ত্বকের সমস্যা 

আপনি যদি ত্বকের নিয়ে খুব সচেতন হন, তাহলে প্লাস্টিকের স্ট্র ব্যবহার করা এড়িয়ে চলুন। প্লাস্টিকের স্ট্র ব্যবহার করলে মুখের চারপাশে বলিরেখা পড়ে। ঠোঁটের আশেপাশে কোলাজেন ভেঙে যায় এবং ত্বক কুঁচকে যায়।

যকৃতের ক্ষতি

প্লাস্টিকের স্ট্র দিয়ে গরম পানীয় একদমই খাওয়া উচিত নয়। পাশাপাশি ঠান্ডা পানীয়ের সংস্পর্শে এলেও স্ট্রয়ের প্লাস্টিক কণা রক্তপ্রবাহের সঙ্গে মিশে যেতে পারে। এটি যকৃতে পৌঁছে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

ক্ষতি এড়ানোর জন্য যা যা করণীয়

যেহেতু প্লাস্টিকের স্ট্র-তে এমন অনেক রাসায়নিক পদার্থ থাকে, যা স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তাই প্লাস্টিকের স্ট্র দিয়ে কোনও পানীয় পান করলে, এমন ভাবে খান যেন সেটা দাঁতে স্পর্শ না করে। পানীয় যেন সরাসরি গলায় পৌঁছায়। এতে একটু হলেও আপনি দাঁতের ক্ষয় এড়াতে পারবেন।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments