• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Business

মাত্র ৮ মিনিটে ২ কোটি ২৫ লক্ষ আয় আশনির গ্রোভারের‚ জানেন কী এর‌ রহস্য

ad

শীর্ষ টাইমস: আশনির গ্রোভারের জনপ্রিয় ডায়ালগ 'ইয়ে সব দোগলাপন হ্যায়’ এখন সকলের মুখে মুখে ঘুরছে। তবে আশনির গ্রোভারের পরিচয় শুধুমাত্র একটি ডায়ালগে সীমাবদ্ধ নেই। BharatPe এর প্রতিষ্ঠাতার জীবনযাত্রা ও গাড়ির কালেকশন দুই সমান বিলাসবহুল।

 

ভারত পে এর প্রাক্তন এমডি জোমাটোর আইপিও তে লগ্নি করার দরকার ছিল।এইজন্য তিনি ১০০ কোটি তিনি রেইস করেন।আবার ১০০ কোটির মধ্যে ৫ কোটি নিজের থেকে লগ্নি‌ করেন এবং বাকি ৯৫ কোটি তিনি কোটাক ব্যাংক থেকে ধার নেন ১০ শতাংশ সুদের বিনিময়ে।এরপরেই জোমাটোর আইপিও ওভার সাবস্ক্রাইব হয়ে যায়।এই জন্য আশনীর গ্রোভার এর জন্য তিন কোটির শেয়ার দেওয়া হয়। আশনীর গ্রোভার জানতেন যে জোমাটোর শেয়ার বাজারে উঠতেই থাকবে।এর পর জোমাটোর শেয়ার লিস্টেড হতেই মাত্র তিনি তাঁর সমস্ত শেয়ার বিক্রি করে দেন প্রতি শেয়ার ১৩৬ টাকার বিনিময়ে।এরপর সুদ ও বিভিন্ন কর কাটার পর ২ কোটি‌ ২৫ লক্ষ টাকা লাভ হয় তাও আবার মাত্র ৮ মিনিটের ব্যবধানে।

 

ছবি সংগৃহীত 

You can share this post!

Leave Comments