দেবযানী দত্ত : বোর্ড পরীক্ষার পরে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ রীতিমতো দুশ্চিন্তায় ভুগতে থাকে কি বিষয় নিয়ে তারা এগোবে ভবিষ্যতে। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ওকালতি বা শিক্ষকতার মতো খুবই প্রচলিত বিষয় নিয়েই অনেকে এগোতে চায়। কিন্ত যারা এই গন্ডির বাইরে কিছু নিয়ে উচ্চশিক্ষায় যেতে চায় কিন্ত সঠিক পথনির্দেশিকা না থাকায় অনেক সময়ই দিগভ্রান্ত হয় বা সেই সব বিষয়ে কেরিয়ার অপশনের ব্যাপারে বিস্তারিত না জানায় সঠিক সময়ে,সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য আমাদের এই বিভাগ 'শিক্ষায় শীর্ষ '। এই বিভাগে আমরা প্রতি সপ্তাহে আলোচনা করবো একটি করে নতুন অথবা প্রচলিত কোর্স এবং সেই ক্ষেত্রের জব অপরচুনিটিস গুলো নিয়ে।
আজকের আমরা যে বিষয়ের ওপর কথা বলবো তা হল 'Digital Humanities' (ডিজিটাল হিউম্যানিটিস )। ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে যাদের আগ্রহ তাঁরা ভারতে নতুন আসা এই বিষয়ের ব্যাপারে শুনে থাকবে। কিন্ত গ্লোবাল মার্কেটে বেশ কয়েক বছর ধরে রীতিমতো রাজত্ব করে চলেছে এই ডিজিটাল হিউম্যানিটি কোর্স।
কিন্ত কি এই ডিজিটাল হিউম্যানিটি?এটির সংক্ষিত নাম DH. যা হল কম্পিউটিং (হাইপারটেক্সট, হাইপারমিডিয়া, ডাটা ভিজ্যুয়ালাইজেশন, ডাটা মাইনিং, ডিজিটাল ম্যাপিং ) বা ডিজিটাল পাবলিশিং। এই কোর্সের পেপার গুলি মোটামুটি নিম্নলিখিত : ওয়েব স্ক্র্যাপিং, API-র ব্যবহার,ক্লিনিং মেটাডেটা,কনসেপ্ট সার্চ,ট্যাগিং ইত্যাদি। পরিচিত যে কোনও ক্ষেত্র যেমন সাহিত্য, ইতিহাস, সংগীত, মিডিয়া এন্ড কমিউনিকেশনস, কম্পিউটার সাইন্স, দর্শন সবই এখন ডিজিটাল দুনিয়ার আওতায়। তাই যুগের সাথে তাল মেলাতে এক বড়সড় ভ্যাকেন্সি তৈরী হয়েছে সারা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে।
দেখে নেবো কি কি পোস্টে /জব রোলে এপ্লাই করা যেতে পারে এই কোর্সের পরে।
ওয়েব ডিজাইনার
গেম ডিজাইনার
টেকনিকাল কমিউনিকেটর
সোশ্যাল মিডিয়া কমিউনিকেটর
পাবলিক রিলেশনস এন্ড মার্কেটিং
ল ফার্ম জবস
ইউসার এক্সপেরিয়েন্স এন্ড ইন্টারফেস ডিজাইন
পাবলিক পলিসি
হেলথ অ্যাডমিনিস্ট্রেশন
চাইল্ড কেয়ার এন্ড এন জি ও ওয়ার্কার।
বর্তমানে বহু বিশ্ববিদ্যালয় এই কোর্স পড়ায়। সরকারি বেসরকারি দু ধরণের শিক্ষাক্ষেত্রেই এই কোর্সের জন্য অ্যাডমিশন নেয়। এই বিষয়ে ডিগ্রি কোর্সের সাথে সাথে ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স ইত্যাদিরও সুবিধা রয়েছে। অনলাইনেও এই কোর্স উপলব্ধ। যে কোনও শাখায় ১০+২ বোর্ড এক্সাম পাশ করেই এই বিষয়ে পড়া যায়। পোস্ট গ্রাজুয়েট কোর্স গুলির জন্য অবশ্যই হতে হবে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট। তবে হিউম্যানিটিস বা কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকলে অতিরিক্ত সুবিধা।
ছবি ও তথ্য : সংগৃহীত।
Leave Comments