• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Life Style

বাঙালির ঘরে ঘরে কাল করবা চৌথ, ভাগ্য খুলবে কোন সাত রাশির?

ad

দেবযানী দত্ত : করবা চৌথ-এ লাল, সোনালী শাড়ি পড়া বলিউডের সেলিব্রিটি নায়িকাদের ছবি ইন্সটাগ্রামে দেখলেই আমাদের বাঙালিনী মনেও কোথাও সাধ জেগে ওঠে এই ব্রত করার। তাছাড়া স্বামীর মঙ্গল কামনায় আমরা মেয়েরা কমবেশি অনেকেই তৎপর। করবা চৌথের দিন শিব ঠাকুর,চৌথ মা আর গণেশের পুজো শেষে চন্দ্রদেবতার আরাধনা করে উপোস ভাঙা এখন কিন্ত বাঙালিদেরও ট্রেন্ড হয়ে উঠেছে ঘরে ঘরে। যতই ট্রেন্ডি, আধুনিকা সাজগোজে অভ্যস্ত হই না কেন বছরভর, এই দিনটায় অনেক বিবাহিতা বাঙালি নারীই কিন্তু কুমকুম, আলতা, সিঁদুর লাল শোভিতা ও লাল শাড়ি পরিহিতা হতে পছন্দ করছেন।

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন এই ব্রত পালিত হয়। প্রধানত বিবাহিতা মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় এবং অবিবাহিতারা ভালো স্বামী পাওয়ার কামনায় এই উপবাস করে থাকেন। সারাদিন নির্জলা থেকে সন্ধ্যায় চন্দ্রদোয় হলে চন্দ্রদেবের পুজো শেষে স্বামী/প্রেমিকের হাত থেকে জল পান করে এই উপবাস ভঙ্গ করাই বিধি।

এই বছর করবা চৌথ পড়েছে এক অত্যন্ত শুভ দিনে। আগে জেনে নেওয়া যাক ২০২৩ এর চৌথের নির্ঘন্ট; ৩১ অক্টোবর মঙ্গলবার রাত ৯.৩০ থেকে ১ লা নভেম্বর বুধবার রাত ৯.১৯ পর্যন্ত। এর মধ্যে শুভ মুহুর্ত ১লা নভেম্বর সন্ধ্যা ৫.৪৪ থেকে সন্ধ্যা ৬.৫৪ অব্দি। চন্দ্রদয়ের সময় রাত্রি ৮.১৫। এই বছর এই দিন অত্যন্ত শুভ হওয়ার কারণ এই দিন একই সঙ্গে তিনটি যোগ পড়েছে। শিব যোগ, সর্বার্থ যোগ এবং শশী যোগ। এর মধ্যে সর্বার্থ সিদ্ধি যোগ সবচেয়ে শুভ মুহুর্ত। তাছাড়া আমরা জানি সিদ্ধিদাতা গণেশের দিন বুধবার আর এবারের করবা চৌথ ও যেহেতু বুধবার তাই এর প্রভাব অবশ্যই শুভ হতে চলেছে মোটামুটি সব রাশির ওপরেই। কিন্ত যে ৭ রাশি এই শুভফল পেতে চলেছে সবথেকে বেশি তাদের কথা আলাদাভাবে উল্লেখ করা হল।

 

মেষ রাশি : তিনটি শুভ সংযোগ মেষ রাশিকে বানাবে সমৃদ্ধশালী। দাম্পত্য প্রেম হবে অটুট। সমাজে বাড়বে প্রতিপত্তি।

বৃষ রাশি : এবারে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করায় এই রাশির জাতক জাতিকা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। নতুন প্রেমের প্রস্তাব পাওয়াও আশ্চর্যের নয়।

মিথুন রাশি/কন্যা রাশি : দুটি রাশিই বুধগ্রহের জাতক হওয়ায় গণেশের আশীর্বাদধন্য। এবারের করবা চৌথ যেহেতু বুধবার তাই এই রাশিদুটির জাতক জাতিকা উন্নতির শিখরে অবস্থান করবেন। হতে পারে অর্থলাভও। আসতে পারে বিয়ের প্রস্তাব।

কর্কট রাশি : চন্দ্র রাশি হওয়ায় এই রাশি লাভবান হবে। পূর্ণ হতে পারে সন্তানকামনাও।

তুলা রাশি : লাল রং আজ এই রাশির জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সংকেত বয়ে আনবে। দাম্পত্য সম্পর্ক অটুট হবে।

মীন রাশি : করবা চৌথের পুণ্য দিন বয়ে আনবে শুভ সংবাদ। স্বামী-স্ত্রী-র মধ্যে সম্পর্ক পুনরায় উজ্জীবিত হবে।

 

 

 

ছবি ও তথ্য : সংগৃহীত 

 

 

You can share this post!

Leave Comments