শীর্ষ টাইমস ডেস্ক: চুলের যত্ন নিতে এখন অনেকেই কেরাটিন ট্রিটমেন্টের দিকে ঝুঁকেছেন। রোজকার দূষণ, বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের ফলে চুল শুষ্ক হয়ে যায়। সেই সঙ্গে চুলের প্রাকৃতিক কেরাটিনও নষ্ট হয়ে যেতে বসে। যার ফলে চুলের ক্ষতি হয়। যে কারণে অধিকাংশই পার্লারে ছোটেন কেরাটিন ট্রিটমেন্ট করাতে। তবে সব সময় হাতে সময় থাকে না আর কেরাটিন ট্রিটমেন্ট ব্যায় সাপেক্ষও। এই সমস্যা থেকে রেহাই পেতেই আজ আমাদের এই প্রতিবেদন।কিভাবে খরচা ও সময় দুই বাঁচিয়ে ,ঘরে বসেই আপনি কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন। কেরাটিন ক্রিম হিসাবে বায়োটিন ও কেরাটিন যুক্ত ক্রিম ব্যবহার করলে ভালো। এছাড়াও লোরিয়াল পেরিস, পিলগ্রিম, ট্রেসেমে, নিউট্রি গ্লো ইত্যাদি কোম্পানির কেরাটিন ক্রিম ব্যবহার করতে পারেন।
বাড়িতে এভাবে কেরাটিন ট্রিটমেন্ট করলে টাকা এবং সময় দুইয়েরই সাশ্রয় করা সম্ভব ঠিকই। তবে পার্লারে যারা এই ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তারা ট্রেনিং নিয়ে জেনে সব কিছু তারপরই করেন সেক্ষেত্রে পার্লারে করলে বেশি প্রফেসনাল হবে ব্যাপারটা। এমনকি তারা এটাও ভালো করে বলতে পারবে যে কোন প্রোডাক্টটি আপনার চুলের জন্য বেস্ট হবে। তাই টাকা বা সময়ের চিন্তা না থাকলে তিনমাস অন্তর একবার পার্লারে গিয়ে কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন।
ছবি: সংগৃহীত
Leave Comments