• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Life Style

কোন রাশির প্রেমিকেরা প্রেমে সফল ও কারা প্রেমে ' টক্সিক ' ?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: প্রেমের সম্পর্কে উপযুক্ত সঙ্গী পেতে আমরা সবাই চাই। কিন্তু সব সময় সঠিক মানুষটাকে চিনে উঠতে পারিনা। তাই যার হাত ধরে জীবনের পথ এগিয়ে যাওয়া উচিত ছিল, তাঁকে ছেড়ে ভুল মানুষকে বেছে নিই অনেকেই। এর ফলে জীবনে জোটে দুঃখ আর হতাশা। কোনও কোনও রাশির জাতকরা প্রেমিক হিসেবে অত্যন্ত ভালো হন। এরা প্রেমিকার সমস্যা এবং তাঁর মনের কথা খুব ভালো করে বুঝতে পারেন। প্রেমিকাকে আনন্দ আর ভালোবাসায় এরা ভরিয়ে দিতে জানেন। প্রেমিক হিসেবে কোন কোন রাশির জাতকরা সেরা, জেনে নিন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক পুরুষরা অত্যন্ত বিশ্বাসী হন। প্রেমিকার বিশ্বাস ভঙ্গ করার কথা এনারা স্বপ্নেও ভাবতে পারেন না। বৃষ রাশির জাতক পুরুষরা দীর্ঘস্থায়ী সম্পর্ক পছন্দ করেন। তাই বৃষ রাশির জাতকের সঙ্গে সম্পর্কে জড়ালে আপনি সব সময় তাঁকে আপনার পাশে পাবেন। যে কোনও সমস্যার কথা বৃষ রাশির জাতককে কোনওরকম দ্বিধা ছাড়াই বলতে পারেন আপনি। তিনি সাধ্যমতো আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

 

মীন রাশি: প্রেমিক হিসেবে নিজেদের ভূমিকার প্রতি অত্যন্ত সচেতন মীন রাশির জাতকরা। প্রেমিকার প্রতি এনারা অত্যন্ত যত্নশীল হয়। মীন রাশির জাতক পুরুষদের ইচ্ছাশক্তি অত্যন্ত প্রবল। সেই কারণে নিজেদের আর্থিক পরিস্থিতিও শক্তপোক্ত করে রাখতে পারেন এরা। প্রেমিক মীন রাশির জাতক হলে তাঁর কাছে একজন মেয়ে সবসময়ই সুখী ও নিরাপদে থাকবেন। প্রেমিকার নিরাপত্তা ও ও তাঁর প্রতি দায়িত্ব পালন করে থাকে এনারা।

কর্কট রাশি: প্রেমিকার যত্ন নিতে কর্কট রাশির জাতক পুরুষদের থেকে বেশি ভালো আর কেউ নেই। এনারা প্রেমিকার সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসেন। অত্যন্ত আবেগপ্রবণ হন কর্কটের জাতকরা। একজন প্রেমিকার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় অন্য কোনও মহিলার সঙ্গে ঘোরার কথা এরা স্বপ্নেও ভাবতে পারেন না। নতুন নতুন চমক দিয়ে এরা সব সময় প্রেমিকাকে খুশি রাখেন।

ধনু রাশি: প্রেমিকার প্রতি বিশেষ যত্ন নিতে সবকিছু করতে রাজি থাকেন ধনু রাশির জাতক পুরুষরা। এনারা যথেষ্ট রোম্যান্টিক প্রকৃতির হন এবং সঙ্গীর খেয়াল রাখেন। প্রেমিকাকে নানা ভাবে মুগ্ধ করার জন্য নিত্য নতুন আইডিয়া বের করেন। হাসি গল্প মজায় সব সময় সঙ্গীকে ভরিয়ে রাখেন ধনু রাশির জাতকরা। এরা গার্লফ্রেন্ডের প্রতি বিশ্বাসী এবং সম্পর্কে স্থিতি পছন্দ করেন। তাই ধনু রাশির পুরুষ জীবনে এলে তাঁর হাত শক্ত করে ধরে রাখুন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক মানেই যিনি সবার খেয়াল রাখেন এবং সব সময় নেতৃত্ব দেন। প্রাণশক্তিতে ভরপুর হন সিংহ রাশির জাতকরা। আপনার বয়ফ্রেন্ড যদি সিংহ রাশির জাতক হন, তাহলে তিনি আপনার ওপর কিছুটা ছড়ি ঘোরাবেন ঠিকই, কিন্তু পাশাপাশি আপনার জীবনে কোনও কিছুর অভাব রাখবেন না। সিংহ রাশির জাতকদের সঙ্গে আপনি প্রাণ খুলে হাসতে পারবেন। এরা সঙ্গীর প্রতি যথেষ্ট বিশ্বাসী এবং সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন।


অপরদিকে কিছু রাশির সাথে প্রেম টক্সিক হয়ে দাঁড়াতে পারে। এই রাশির জাতক জাতিকারা নিজের মনের মত মানুষ না পেলে বা মনের মিল না থাকলে সম্পর্কটাকে বিশিয়ে ফেলতে পারেন। 

বৃশ্চিক রাশি: পাশ্চাত্য জ্যোতিষ মতে, এই রাশির জাতক সব কিছুই একটু বেশি করে তলিয়ে ভাবতে ভালোবাসেন। আর সেটিই হয়ে দাঁড়ায় সমস্যা। এই বেশি ভাবনা, তাঁদের ঝগড়ার মুখে ঠেলে দেয়। যার পরিণতি অবশ্যই সম্পর্ক ভেঙে যাওয়া। 

মিথুন রাশি: পাশ্চাত্য জ্যোতিষ মতে, এই রাশির জাতকরা খুব প্রতিযোগিতা মূলক মানসিকতার হন। এমনকী তাঁরা নিজেদের  প্রেমিকার প্রতিও এই ধরনের মানসিকতা রাখতে পারেন। যদি দেখা যায়, কোনও কারণে তাঁর প্রেমিকা এগিয়ে যাচ্ছেন, তাহলে বিরাট ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাতে ভাঙতে পারে প্রেমও।

 

 

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments