অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। বিশ্বকাপে প্রথম পর্বের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততে তো হবেই, সেটাও আবার বিশাল ব্যবধানে। যেমন আগে ব্যাটিং করে ৩০০ রান করলেও পাকিস্তানকে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে।
বাবর আজম রিজওয়ানদের সেমিফাইনালে ওঠার টোটকা বাতালেন ওয়াসিম আকরাম। এক জনপ্রিয় টক শো তে প্রাক্তন এই পেসার জানিয়েছেন, দেখুন অঙ্কের হিসেবে এখনও সেমিফাইনালে ওঠা সম্ভব। একটা কাজ করতে হবে। পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে হবে আর রান ৪০০ জুড়তে হবে স্কোরবোর্ডে। এরপর ইংল্যান্ড দলকে তাঁদের ড্রেসিংরুমের মধ্যে আটকে রেখে পুরো দলকে টাইমড আউট করতে হবে! পাকিস্তানের আর এক অধিনায়ক মিসবাহ-উল-হক তো আকরামের কৌশলকে আরও সহজ করতে বলেছেন। তিনি আগে থেকেই ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগানোর পরামর্শ দিয়েছেন। তবে সেমিফাইনালে ওঠার অদ্ভুত এই নিদান পেয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাবর আজম‚ ফাকহার জামানদের।
Leave Comments