• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Education

ছোটোবেলা থেকে দেখে আসা টারজান, জানেন কি কে এই কালজয়ী চরিত্রের স্রষ্ঠা?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: আমরা সবাই ছোটো থেকে টিভির পর্দায় টারজানকে দেখে এসেছি। কিন্তু ছোটো বেলায় টারজানকে সত্যি ভাবতাম আমরা। ভাবতাম হয়তো জঙ্গলে এমন একজন মানুষ সত্যিই আছেন , যে খালি গায়ে ডাক দিতে দিতে এ গাছ সে গাছ ঘুরে বেড়ায়। ছোটরা এখনও হয়তো তাই ভেবে থাকে।

কিন্তু জানলে হয়তো অবাক লাগবে যে টারজান একটি কাল্পনিক চরিত্র। অর্থাৎ ওরকম বনে জঙ্গলে পশুদের সঙ্গে কোনও মানুষ থাকেনা। টারজান শব্দের মানে "সাদা চামড়া"। এডগার রাইজ বারোজ নামক একজন লেখক এই কমিক্স চরিত্রের রচয়িতা। পূর্ব আফ্রিকার পটভূমিতে এই চরিত্রের গল্প তৈরি করা হয়েছে। এই চরিত্রকে নিয়ে উপন্যাস, ছায়াছবি হয়েছে। টারজান চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন ওলিম্পিক তারকা সাঁতারু জনি ওয়েস্মুলার। টারজান একটি সিরিজ যার প্রথম ছবি টারজান ওফ দ্যা এইপস আর শেষ ছবি টারজান: দ্যা লাস্ট এডভেঞ্চার। 

এই সিরিজের গল্পটা মূলত ছিল, এক জাহাজ যাত্রাকালে নাবিকরা তাদের ক্যাপ্টেনকে মেরে ফেলে। এবং এক ইংরেজ দম্পতিকে আফ্রিকার বনে ছেড়ে দেয়। পরে সেই দম্পতিও মারা যান। তাদের ছেলেকে গরিলা জাতীয় জীবেরা বড় করে। তার নাম দেয় টারজান। পরে এক পরিবার টারজানকে উদ্ধার করে। জেন ছিল টারজানের প্রেমিকা সে শহরে থাকত। "টারজান অফ দ্য এইপস" উপন্যাসে টারজানের প্রথম পরিচিতি হয়।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments