• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

টসে হারতেই সেমিফাইনালের আশা শেষ বাবরদের

ad

টস হারতেই পাকিস্তানের বিশ্বকাপের স্বপ্ন শেষ। ইংল্যান্ডের কাছে এদিন টস হারেন বাবর আজম। টস জিতে ব্যাটিং নেন জস বাটলার। এর ফলে পাকিস্তান বিশ্বকাপ থেকে বেরিয়ে যায়। বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে কনফার্ম হল ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। 

টস হওয়ার সময় পাক অধিনায়ক হেড নেন। কিন্তু বিধি বাম। হেডের উল্টো টেইল এল। ফলত টসে হার। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেও যায় তাহলেও লাভ হবে না রিজওয়ানেরদের। বাবর আজম টসের পর বলেন, ‘আমরাও ব্য়াট চাইছিলাম। কিন্তু টস আমাদের হাতে নেই। তবে আমাদের হাতে ভালো বোলাররা আছেন এবং আমরা ওদের কম রানে আটকে রাখব। আমাদের একজন পরিবর্তন করা হয়েচে। হাসান আলি খেলছেন না, শাদাব খান দলে এসেছেন।’ মাইকেল ভনকে সাক্ষাৎকার দেওয়ার সময়. বাটলার বলেন ‘প্রথমে ব্যাট নেব। ভালো উইকেট, শুকনো। একি দল রাখব। আমরা ভালো খেলছি, সেটাই চালাব। বাবর আজমের জন্য় ভালো দিন না।’

You can share this post!

Leave Comments