• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

পিসিবি - এর সমালোচনায় দুম করে ঐশ্বর্য রায়কে টেনে এ কি বললেন রাজ্জাক ?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: চলতি বিশ্বকাপে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমের নেতৃত্বে এই দলটা সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নিয়েছে। টুর্নামেন্টের শেষ চারে তারা কোয়ালিফাই করতে পারেনি। পয়েন্ট টেবিলে ৫ নম্বরে দাঁড়িয়ে পাকিস্তান এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ করে। তারা ৯ ম্যাচের মধ্যে মাত্র চারটেতেই জয়লাভ করতে পেরেছে। এমনকী, আফগানিস্তানের মতো দলের কাছেও হারতে হয়েছে তাদের। এমন পারফরম্যান্সের কারণে পাকিস্তান ক্রিকেট দলকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বাবরের ক্যাপ্টেন্সি এবং দলের বাকি ক্রিকেটারদের পারফরম্য়ান্স নিয়েও চলছে যথেষ্ট আলোচনা। আর এমনই একটা পরিস্থিতিতে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার অশ্লীলতার যাবতীয় সীমা লঙ্ঘন করে ফেললেন।


এই সমালোচনার পাহাড়ের মধ্যেই আবার নতুন এক সমালোচনার সৃষ্টি করল পাক ক্রিকেট। পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাকও এর মধ্যে আরেক ঘটনা ঘটিয়েছে। তিনি পাকিস্তানের হার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নাম নেন জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের। ঐশ্বর্যের সঙ্গে তিনি তুলনা করেছেন  পিসিবির এক অনুষ্ঠানে। রাজ্জাক বলেছেন, ‘ আমি যখন খেলতাম তখন আমার অধিনায়ক ছিলেন ইউনিস খান। আমি তার কাছ থেকে আত্মবিশ্বাস এবং সাহস পেয়েছি। ঈশ্বরের কৃপায় পাকিস্তানের জন্য আমি ভালো পারফরমেন্সও করেছি। আমি যদি মনে করি আমার এখন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে হবে, তার পর সুন্দর সন্তান হবে, সেটা তো সম্ভব নয়। আগে নিজেদের মানসিকতা ঠিক করাটা দরকার।'

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। রাজ্জাকের ঠিক পাশেই বসেছিলেন শাহিদ আফ্রিদি, উমর গুল এবং সঈদ আজমল। তাঁরাও এই কথা শুনে হেসে ফেলেন। হাততালি দেন। যদিও সোশ্যাল মিডিয়ায় এহেন মন্তব্যের কারণে রাজ্জাককে যথেষ্ট তোপের মুখে পড়তে হচ্ছে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments