• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

ফাইনাল ম্যাচের আগেই রোহিতদের উপদেশ দিলেন গম্ভীর

ad

শীর্ষ টাইমস ডেস্ক: এক যুগ পর ফের ইতিহাস তৈরির মুখে ভারত। একদিনের বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। ২০০৩-র মতো এবারও রোহিত-বিরাটদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ২০ বছর আগের জোহানেসবার্গের হারের বদলা নিতে কি পারবে ব্লু আর্মি? ম্যাচের একদিন আগে এই নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর।

চলতি বিশ্ব কাপে একটি বেসরকারি টিভি চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন গৌতম। ফাইনালে কার পাল্লা ভারী? এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'এটা ভাবার কোনও কারণ নেই যে সেমি ফাইনালে অজিরা তাঁদের সেরা খেলাটা খেলেছে। নক আউটে কী ভাবে ম্যাচ জিততে হয়ে, সেটা ক্যাঙারু ব্রিগেড খুব ভালোভাবে জানে। ট্রফি জিততে হলে ফাইনালে ভারতকে সেরা খেলাটা খেলতে হবে।' উল্লেখ্য, এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের মাঠে হলুদ জার্সিকে একরকম উড়িয়ে দেয় ভারত। রানা তাড়া করতে নেমে ৭ উইকেটে ম্যাচ জেতে ইন্ডিয়া।

ফাইনালের ফলাফল সম্পর্কে বলতে গিয়ে চেন্নাইয়ের ম্যাচের প্রসঙ্গ তুলে গম্ভীর বলেন,  'এই টুর্নামেন্টে প্রথম ম্যাচেই ভারতের কাছে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এটার একটা প্রভাব থাকবে। মানসিকতার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন রোহিতরা। কিছুটা চাপ মুক্ত থেকে তাঁরা ইয়েলো ক্যাপসের মুখোমুখি হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই।'

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments