শীর্ষ টাইমস ডেস্ক: বিশ্বকাপে জোড়া পায়ে লাথি অস্ট্রেলিয় ক্রিকেটার মিচেল মার্শের! সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। অধিকাংশের বক্তব্য, ' ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান হয়েই কী ভাবে ট্রফিকে অসম্মান করার সাহস পেলেন তিনি? ' যদিও মার্শ বা অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।
সোমবার ভোররাতে সোশাল মিডিয়ায় মার্শের ওই ছবি ছড়িয়ে পড়ে। সেখানে অজি ক্রিকেটারকে গলায় মেডেল পরা অবস্থায় দেশের জার্সিতে একটি সোফায় বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর হাতে ধরা ছিল একটি পানীয়র বোতল। ঘরের মেঝেতে রাখা বিশ্বকাপের উপর জোড়া পা তুলে বসে ছিলেন তিনি। এদিন মার্শের ওই ছবি ভাইরাল হতেই ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা।
রবিবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোটেই নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি মার্শ। ওয়ার্নার আউট হতেই ক্রিজে আসেন মার্শ। কিন্তু মাত্র ১৫ রান করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। ইতিমধ্যেই মার্শকে ' উন্ডিসারভিং ' বলে ঘোষণা করেছেন একাংশ। এমনকি গোটা অস্ট্রেলিয়া দলের গায়েও এই তকমা লেগেছে।
ছবি: সংগৃহীত
Leave Comments