• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Life Style

কেমন যাবে আপনার এই সপ্তাহ? দেখেনিন আমাদের প্রতিবেদনে

ad

শীর্ষ টাইমস ডেস্ক:জ্যোতিষশাস্ত্রকে ' কুসংস্কার ' ভাবলেও আমরা কম বেশি সবাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী। উৎসুক মন চায় দেখতে দিনটা কেমন যাবে। সব ক্ষেত্রে না মিললেও কিছু ক্ষেত্রে মেলে। কারোর ভাগ্যে কি আছে সেটা কেউ কখনও বলতে পারেনা। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে আপনার সারা সপ্তাহ কেমন যাবে আমাদের প্রতিবেদনে রইলো তার হদিশ।

মেষ: কর্মে অগ্রগতির সম্ভাবনা। জীবনের নানা ক্ষেত্রেই সাফল্য আসতে পারে। অকারণ খরচ না করাই ভাল। প্রেম সম্পর্কে মাধুর্য আসবে।

বৃষ: নিজের লক্ষ্য অর্জনের জন্য আরও ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে নিজের দৃঢ়প্রতিজ্ঞ চরিত্রও বজায় রাখতে হবে। প্রয়োজনীয় পরিবর্তনকে স্বাগত জানাতে হবে।

মিথুন: এই সপ্তাহটা আপনাদের জন্য শুভ। খুবই খুশি থাকবেন। এ সপ্তাহে ভ্রমণেও যেতে পারেন। যদি আপনি বিদেশ থেকে ব্যবসা করছেন, তাহলে এই সময়টা আপনার জন্য ভাল। প্রেমের সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হবে খুবই দ্রুত। বিবাহিত জীবনে খুশি থাকবেন।

কর্কট: এই সপ্তাহটা আপনার জন্য ঠিকঠাক। আপনাকে ভাষার ওপর সংযম রাখতে হবে। কাউকে খারাপ কিছু বলবেন না। প্রেমে সম্পর্ক খারাপ হতে পারে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। যদি এই সপ্তাহে কারও সঙ্গে আর্থিক লেনদেন করছেন, তাহলে সতর্ক হন।


সিংহ: এই সপ্তাহে আপনার ভাগ্য খুলবে। কোনও ভাল খবর পেতে পারেন। যার জেরে বাড়ি-পরিবারে খুশি আসবে। অফিসে সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে। ব্যবসা ভাল চলবে এবং লাভবানও হবেন। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা-মায়ের মতামত নিন।

কন্যা: প্রথম দিকে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। সপ্তাহটা আপনার জন্য কিছুটা প্রতিকূল হবে। আপনার এবং আপনার পরিবারের মধ্যে কিছু ভেদাভেদ তৈরি হয়েছিল, সেগুলি নিরাময় হবে। যারা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য অনুকূল সময়। সপ্তাহজুড়ে আপনার প্রেমের সম্পর্ক খুব ভালো যাবে। কোনও অনুষ্ঠানে গিয়ে মনের মানুষ খুঁজে পেতে পারেন।

তুলা: প্রথম থেকেই পরিকল্পনা সম্পর্কে সচেতন থাকতে হবে। তবে এই সপ্তাহে, চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। শিক্ষার্থীদের জন্য এটা খুবই শুভ সময়। তাদের জন্য দুর্দান্ত সাফল্যের সুযোগ থাকবে।


বৃশ্চিক: শিক্ষাক্ষেত্রে মিশ্র ফলাফল দেবে। বিশেষ করে আপনি যদি তথ্যপ্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞানের মতো বিষয়ে পড়াশোনা করেন, তবে অনেক শুভ সুযোগ নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার ঊর্ধ্বতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন পাবেন। ধর্মচর্চা করুন। আর্থিক সুখ পাবেন।


ধনু: এ সপ্তাহে যদি সাফল্য পেতে চান, তাহলে আপনাকে অহঙ্কার ও অলসতা ত্যাগ করতে হবে। পারিবারিক সম্পর্কে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। পাল্টাতে থাকা মরসুম আপনাকে সমস্যায় ফেলতে পারে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।


মকর: এ সপ্তাহে ভাল ফল পাবেন। নিজের কাজ শেষ করতে পারবেন। প্রেম করলে সঙ্গীর আবেগের খেয়াল রাখুন। তাঁর প্রয়োজন মেটান। বিবাহিত জীবনে খুশি মিলবে। পরিবারের সঙ্গে বাইরে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।


কুম্ভ - এ সপ্তাহে আপনি মিশ্র ফল পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে না। কোনও কাজ করার ভাবনাচিন্তা করলে সমস্যা আসতে পারে। যদি প্রেম করছেন, তাহলে কাউকে কিছু দেখানোর দরকার নেই। তা করলে সমস্যায় পড়তে পারেন। কেরিয়ারে ভাল ফল পেতে সঙ্গীদের সঙ্গে মিলেজুলে কাজ করুন।


মীন - এই সপ্তাহটা আপনার একটু ধীরে কাটবে। কিন্তু, আপনার কাজ হয়ে যাবে। যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে কোথাও থেকে অফার আসতে পারে। পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভালসময় কাটাতে পারবেন। প্রেমেও কাটবে ভাল সময়।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments