• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

রিলে শাহরুখ খানের ডায়লগ দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হাসিন জাহানের! তুলোধোনা শামি ভক্তদের

ad

শীর্ষ টাইমস ডেস্ক: ২০২৩ বিশ্বকাপে শামির পারফরমেন্স থেকেছে অতুলনীয়। একের পর এক রেকর্ড ভেঙে তিনি গণ্য হয়েছেন বিশ্বকাপে ভারতের সর্বকালের সেরা বোলার হিসাবে। সারা ক্রিকেট বিশ্ব যেখানে শামি র প্রশংসায় পঞ্চমুখ, সেখানে প্রাক্তন স্ত্রী হাসিন জাহান তার বিতর্কিত মন্তব্যে বহুদিন ধরেই প্রচারের আলোয় রয়েছেন। খুব সম্প্রতি একটি টিভি চ্যানেল কে দেওয়া সাক্ষাৎকারে যখন তাকে শামির অসাধারণ পারফর্মেন্সের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, " ক্রিকেটের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। ভালো খেললে ভালো উপার্জন করলে আমাদেরই ভালো। তবে ব্যক্তিগত ভাবে আমার কোনো ইচ্ছা নেই ওকে শুভেচ্ছা জানানোর। " এ হেন মন্তব্যে এমনিতেই খুব একটা খুশি হননি শামি -ভক্তরা। অনেকেই তাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করেছেন ' স্বার্থপর ' হিসাবে। এমতাবস্থায় হঠাৎই ইনস্টাগ্রামের একটি রিলে জাহান শাহরুখ খানের ' পাঠান ' ফিল্মের একটি সংলাপ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন জাহান, যা একেবারেই ভালো লাগেনি শামি ভক্তদের। রিলের প্রত্যুত্তরে শামি ভক্তরা মুহুর্মুহু আক্রমণ শুরু করেন কমেন্ট বক্সে। কেউ বলেন ''এ সবই প্রচার পাওয়ায় ফিকির '' তো কেউ বলেন ''টাকা আর খ্যাতির লোভ মানুষকে কীভাবে অন্ধ করে দিতে পারে ", কেউ আবার বলেছেন, " আপনাদের একসঙ্গে ভালো লাগতো "। শামি নির্দ্বিধায় জীবনের, ক্যরিয়ারের সবচেয়ে সেরা সময় কাটাচ্ছেন তবে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এরকম কাদা ছোড়াছুড়ি যে কতদিন চলবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments