• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Business

সপ্তাহের শেষে আমরা ভিড় জমাই প্রেক্ষাগৃহে, কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন সিনেমাহলের ভেতরে খাবারের দাম সাধারণের তুলনায় এত বেশি হয়?

ad

শীর্ষ টাইমস ডেস্ক:  আমরা সিনেমা তো সবাই কম বেশি দেখি। যদিও এটা ওয়েব সিরিজের যুগ! তাও সপ্তাহের শেষে আমরা ভিড় জমাই সিনেমা হলে। সিনেমা দেখার সঙ্গে সঙ্গে চলে হালকা ফুলকা খাবারও। আজকাল তো আবার সব হলেই ঢোকার আগে চেকিং। সেই অগত্যা খাবার কিনতে হয় ওই বড়ো বড়ো মাল্টিপ্লেক্সগুলোর ভেতর থেকেই। কিন্তু দাম দেখে আমাদের মধ্যে অনেকেই খালি পেটেই সিটে গিয়ে বসে পড়ি। কিন্তু কেন এমনটা? 

আসলে সিনেমা হলগুলো ছবি রিলিজের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ টিকিটের মাত্র ১০% নিজের জন্য রাখে। তাই হলের ভাড়া, ফেসিলিটি চার্জ, ইলেকট্রিক চার্জ, পরিষ্কার - পরিচ্ছন্নতা এবং যারা কাজ করে তাদের বেতন সহ বিভিন্ন কারণে হল কর্তৃপক্ষ খাবার , পানীয় বিভিন্ন জিনিসের থেকে সেই টাকা আদায় করে নেয় দর্শকদের থেকে। এছাড়াও পিভিআর, আইনক্স - এর মত হল গুলোর ফেসিলিটি বাকি প্রেক্ষাগৃহ থেকে অনেক বেশি তাই তাদের চর্জটাও বেশি। পরিকাঠামো অনুযায়ী খাবার ও পানীয়র সঙ্গে এই এডেবেল চার্জটি বাড়তে থাকে। হলের কর্তৃপক্ষ নিজের ব্যবসাকে টিকিয়ে রাখতে এই চার্জগুলো নেয় দর্শকদের থেকে। কাউকে জোড় করা হয়না সিনেমা দেখতে দেখতে খাবার খাওয়ার জন্য। আমরা যেমন নিজেরা হল বেছে নিই কোনও বাধ্যবাধকতা ছাড়াই। তেমনই হল কর্তৃপক্ষও নিজের ব্যবসা বাঁচানোর জন্য এই কর নিয়ে থাকে আমাদের থেকে।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments