• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Travel

শীতের মরশুমে ডায়মন্ড হারবার পুরসভা, ভ্রমণ পিপাসুদের জন্য নিয়ে এল দারুন সুখবর!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বাঙালির ঘুরতে যাওয়ার জন্য অন্যতম প্রিয় ডেস্টিনেশন দিপুদা অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। অনেক সময় ট্রেন বা বাস এবং অন্যান্য কোনও বিকল্প পরিবহণ ব্যবস্থা করে এই জায়গাগুলিতে ঘুরে আসেন পর্যটকরা। কিন্তু, সাধ্যের মধ্যে এবার ডায়মন্ড হারবার থেকে সরাসরি জলপথে পৌঁছনো যাবে দিঘা এবং পুরী! জানা গিয়েছে, সম্প্রতি ডায়মন্ড হারবার পুরসভা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে একটি ক্রুজ চালানোর পরিকল্পনা নিয়েছে। যার মাধ্যমে জলপথে অনায়াসেই পৌঁছানো যাবে দিঘা বা পুরী।

সম্ভবত, হুগলি নদী এবং সমুদ্র উপকূল দিয়ে এই ক্রুজ পৌঁছে যাবে দিঘা এবং পুরীতে। সূত্রের খবর, খুব শীঘ্রই এই উদ্যোগ চালু করার জন্য শুরু হবে ট্রায়াল রানও। ইতিমধ্যেই এই উদ্যোগের জন্য আগ্রহ প্রকাশ করেছে এক সংস্থা। তাদের সঙ্গে পুরসভার প্রাথমিক আলোচনাও হয়েছে বলে জানা যাচ্ছে। সবার ধারণা জলপথে সময় অনেকটা বেশি লাগে। কিন্তু পুরসভার তরফ থেকে জানানো হয়েছে , ডায়মন্ড হারবার থেকে পুরী পৌঁছনোর জন্য পর্যটকদের লাগবে মাত্র ছয় ঘণ্টা মতো। পাশাপাশি দিঘা যাওয়ার জন্য সময় লাগবে ১ ঘণ্টা ২০ মিনিট মতো। অর্থাৎ নামমাত্র সময় এই দুই ভ্রমণ ডেস্টিনেশনে পৌঁছনো সম্ভব হবে। এই ক্রুজ সফরের জন্য কত ভাড়া লাগবে সে বিষয়ে পুরসভার তরফে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। তবে তা থাকবে সাধারণের সাধ্যের মধ্যেই, এমনটাই জানানো হয়েছে পুরকর্তৃপক্ষের তরফে। এক্ষেত্রে পুরসভার আয়ের পাশাপাশি পর্যটকদেরও সুবিধা হবে।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments