শীর্ষ টাইমস ডেস্ক: সুরাপ্রেমীদের জন্য সুখবর! এবার জমে যাবে শীতকাল! কারণ জনপ্রিয় ঠান্ডা পানীয় বিক্রয়কারী কোম্পানি কোকা-কোলা ইন্ডিয়া এবার মদের বিভাগে প্রোডাক্ট লঞ্চের রাস্তায় হাঁটল। ইতিমধ্যেই প্রথমবারের জন্য কোম্পানিটি বাজারে এনেছে নতুন হার্ড ড্রিংকস। যা সুরাপ্রেমীদের মন খুশি করবে বলে ধারণা। লেমন ডউ নামে মদের ব্র্যান্ডটিকে এই প্রথম ভারতের বাজারে প্রবেশ করাল কোম্পানি। বর্তমানে গোয়া এবং মহারাষ্ট্রে এই মদ বিক্রি করছে কোকাকোলা। কিন্তু শীঘ্রই ভারতের অন্যান্য শহরেও এটি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ২৫০ মিলি লিটারের ক্যানের দাম রাখা হয়েছে মাত্র ২৩০ টাকা! কোম্পানির মুখপাত্র ইকোনমিক টাইমসকে জানান, লেমন ডউ-এর পাইলট পরীক্ষা করা হচ্ছে। বিশ্বের একাধিক দেশে এই মদ পাওয়া যায়। এবার আমরা এটিকে ভারতে আনার পরিকল্পনা করেছি। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে চালিয়ে ক্রেতাদের মতামত নেওয়া হবে। সেই ফল বিচার করেই সম্পূর্ণ ভাবে বাজারে আসার পরিকল্পনা করা হবে।
লেমন ডউ আসলে এক ধরনের অ্যালকোহল মিক্সচার। এটি তৈরি করা হয় শোশু থেকে। ভডকা, ব্র্যান্ডির মতো পানীয় এই লেমন ডউ তৈরিতে ব্যবহার হয়। কোকা কোলার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, সফট ড্রিংকস প্রস্তুত করার কারখানায় কোনও ভাবেই এই লেমন ডউ তৈরি করা হবে না। এই মদ তৈরি করা হবে সম্পূর্ণ আলাদা জায়গায়।
সফট ড্রিংকসের বাজার এখন কার্যত রয়েছে কোকা-কোলা এবং পেপসির দখলে। স্প্রাইট, থামস আপ, লিমকা, ফান্টার মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক আসলে কোকা-কোলাই। অন্যদিকে, সেভেন আপ, স্লাইস, পেপসি, স্টিং এর মতো ব্র্যান্ড রয়েছে পেপসির হাতে। সফট ড্রিংকসের জগৎ পুরোপুরি দখলের পর এবার এই দুই কোম্পানিরই নজর রয়েছে মদের বাজারের দিকে। কোক এর আগে জাপানেও লেমন ডউ লঞ্চ করেছে। আবার পেপসি আমেরিকার বাজারে মাউন্টেন ডিউ-এর অ্যালকোহল ভার্সন চালু করেছে। এর নাম দেওয়া হয়েছে হার্ড মাউন্টেন ডিউ। কোকা-কোলার লেমন ডউ ভারতে সফল ভাবে ব্যবসা করতে পারলে, হার্ড মাউন্টেন ডিউকেও ভারতের বাজারে আনতে পারে পেপসি। যার ফলে কোম্পানিগুলোর মধ্যে একদিকে যেমন প্রতিযোগিতা বাড়বে, তেমনই ভারতীয় সুরাপ্রেমীরাও তাঁদের পছন্দের জন্য বেশি অপশন পাবেন।
ছবি: সংগৃহীত
Leave Comments