শীর্ষ টাইমস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মার্চে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই তার আগেই খেলা শেষ করার সূচি নেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে। এখন নিলাম প্রক্রিয়ার জন্য মোট ৩৩৩ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন করা হয়েছে, যেখানে সম্ভাব্য ৭৭ জন খেলোয়াড়কে ১০ টি ফ্র্যাঞ্চাইজির কাছে বিক্রি করা যেতে পারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ নিলামের তালিকা ঘোষণা করা হয়েছে সোমবার অর্থাৎ ১১ ডিসেম্বর। বিশ্বকাপজয়ী ট্র্যাভিস হেড এবং প্যাট কামিন্স ৩৩৩ জনের খেলোয়াড়ের তালিকায় শীর্ষে আছেন। যারা ১৯ ডিসেম্বর দুবাইতে অকশন হ্যামারের নীচে পড়তে প্রস্তুত। সব ফ্র্যাঞ্চাইজির পার্স মিলিয়ে মোট ২৬২.৯৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে ৷ গুজরাট টাইটান তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে তুলে দেওয়ার পরে তাদের কাছে সবচেয়ে বড় মানিব্যাগ অবশিষ্ট রয়েছে। গুজরাট তাদের পার্সে ৩৮.১৫ কোটি টাকা নিয়ে নিলামে যাবে।
সবচেয়ে বেশি টাকা রয়েছে গুজরাটের কাছে। আবার অন্য দিকে, হায়দ্রাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি টাকা ও কলকাতার ঝুলিতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। সর্বনিম্ন বাজেটের নিরিখে রাজস্থান রয়্যালসের কাছে আছে ১৪.৫ কোটি টাকা ও মুম্বাইয়ের কাছে রয়েছে ১৭.৭৫ কোটি টাকা। প্রসঙ্গত, অকশনে ২৩ জন প্লেয়ার নিজেদের বেস প্রাইজ রেখেছেন ২ কোটি টাকায়, যেটি আবার কিছু প্লেয়ারের সর্বোচ্চ বেস প্রাইজও।
এবার আসি কোন দল কোন প্লেয়ারকে ছেড়ে দিল, সেই প্রসঙ্গে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়েছে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জোশ হ্যাজেলউড, হর্ষাল প্যাটেল, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদবকে।
মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়েছে, জোফরা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জ্যানসেন, ঝিয়ে রিচার্ডসন, রিলি মেরেডিথ, ক্রিস জর্ডান, সন্দীপ ওয়ারিয়ার, মোহাম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন ও রাঘব গোয়ালকে।
দিল্লি ক্যাপিটালস ছেড়েছে, রিলি রোসোউ, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নগরকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান ও প্রিয়ম গর্গকে।
এছাড়া চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জাইন্টস, গুজরাত টাইটানস, কলকাতা নাইট রাইডার্স ছেড়েছে ৮ জন খেলোয়াড়কে। পাঞ্জাব , হায়দ্রাবাদ ও রাজস্থান নিজেদের দল থেকে যথাক্রমে ৫,৬ ও ৯ জনকে মুক্তি দিয়েছে।
ছবি: সংগৃহীত
Leave Comments