• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

দিন দিন উস্কে যাচ্ছে অভিষেক - ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনা! ঠিক কি কারণে হতে পারে বিচ্ছেদ?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। কারণ একটাই, বিবাহ বিচ্ছেদের জল্পনা। একের পর এক ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। তবে এবার সামনে উঠে এল অন্যছবি। দেখা গেল অভিষেক বচ্চনের পাশে ঐশ্বর্য রাই বচ্চনকে। মেয়ের হাত চেপে ধরে তিনি। তারা গিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাকে শুভেচ্ছা জানাতে।  'দ্য আর্চিজ' ছবিতে অভিনয় করছে অগস্থ্য। 

তবে এখানেই শেষ নয়, পাশে দাঁড়িয়ে থাকা অভিষেক বচ্চনকে যেন চিনতেই পারলেন না ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর হাত ধরে থাকা মেয়ে আরাধ্যার দিকে ঘুরেও তাকালেন না অভিষেক। যদিও অভিষেক বচ্চনের হাতে এখন আর তাঁর বিয়ের আংটি দেখা যায় না। অন্যদিকে শোনা যাচ্ছে যে ঐশ্বর্য রাই বচ্চনকে আনফলো করেছেন অমিতাভ বচ্চন। তবে নানান জায়গাতে এখনও ঐশ্বর্য ও অভিষেককে একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও অভিষেক বচ্চনের সঙ্গে তিনি যে এখন আর থাকেন না, তা একপ্রকার স্পষ্ট। জানতে পারা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ঐশ্বর্য তাঁর মা-এর সঙ্গেই থাকছেন তাঁর বাপের বাড়িতে। সেখানেই তাঁর মেয়েও তাঁদের সঙ্গে থাকে। তবে মাঝে মধ্যে বচ্চন পরিবারের পৈতৃক বাড়ি ‘জলসা’-তেও থাকেন তাঁরা। তবে স্বামী এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে অভিনেত্রী সময় কাটান না বলেই জানতে পারা গেছে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments