শীর্ষ টাইমস ডেস্ক: তিনি বলেছিলেন ' আই এম দ্যা লাস্ট ওফ দ্যা স্টারস '! এই কথার প্রমাণ মেলে প্রত্যেকবার তাঁর ছবি রিলিজের আগেই। যখনই তাঁর ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সেই সময়টা যেন নিজে থেকেই একটা উৎসব হয়ে ওঠে , শুধু দেশে না এমনকি বিদেশেও। শুনেই বুঝতে পারছেন কথা বলছি কিং খানকে নিয়ে। প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ। চলতি বছরে তৃতীয়বার পর্দায় ফেরার জন্য তৈরি শাহরুখ খান। বিশ্বজুড়ে মুক্তি পাবে কিং খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। মঙ্গলবার ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করল সংযুক্ত আরব আমিরশাহি। দুবাইয়ের বিশ্বখ্যাত বুর্জ খলিফায় দেখানো হল ‘ডাঙ্কি’র ট্রেলার। সোশ্যাল মিডিয়া ভাইরাল হল সেই ছবি ও ভিডিও।
মঙ্গলবার দুবাইয়ে ঝলমলে প্রচার হল শাহরুখ খানের আগামী ছবি ‘ডাঙ্কি’র। উপস্থিত ছিলেন কিং খান। এদিন দুবাইয়ের আকাশে ওড়ে অজস্র ড্রোন, আলোর মালা দিয়ে তৈরি হল কিং খানের সিগনেচার পোজ এবং সেই সঙ্গে একটি উড়োজাহাজ। আইকনিক বুর্জ খলিফায় প্রদর্শিত হল ‘ডাঙ্কি’র ট্রেলার। এই ড্রোন শো চলাকালীন পোজ দিলেন কিং খানও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ও ছবি ভাগ করে নিয়েছে শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব ‘এসআরকে ইউনিভার্স’। প্রসঙ্গত শাহরুখ খানই একমাত্র ব্যক্তি যাকে সবচেয়ে বেশি বার বুর্জ খলিফায় দেখা গেছে। রাজকুমার হিরানির এই ছবিতে কিং খান ছাড়াও আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল , বমান ইরানি প্রমুখেরা। এটাই রাজু হিরানির সঙ্গে ' কিং অফ বলিউড '- এর প্রথম কাজ।
ছবি: সংগৃহীত
Leave Comments