• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

এই দক্ষিনী অভিনেত্রী চারবার ভারতের সেরা : সুপারস্টার নয়,তিনি সুপার অ্যাক্টর!

ad

নীলাঞ্জন রায় চৌধুরী: সাম্প্রতিক রেড এফ এম এ ইন্টারভিউ দিয়ে বলিষ্ঠ মন্তব্যের মাধ্যমে ইন্টারনেটে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছেন যিনি, তিনি হলেন পার্বতী থিরুভতু। যার সাম্প্রতিক পরিচয় হল,তিনি কড়ক সিং এর নার্স। পঙ্কজ ত্রিপাঠি অভিনীত অনিরুদ্ধ রায় চৌধুরীর কড়ক সিং ছবিতে নার্সের ভূমিকায় অভিনয় করে তিনি বেশ চর্চার বিষয় হয়ে উঠেছেন। এই চরিত্রে অসাধারণ অভিনয় করে শুধু মাতিয়েই রাখেননি,  কড়ক সিং ছবিতে অভিনয়ের মত তার ফিল্ম কেরিয়ারও অসাধারণ। মালয়ালি এই অভিনেত্রীর জন্ম কেরালার কোজিকোডে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ ২০০৬ সালে 'নোটবুক' সিনেমার মাধ্যমে। তার উল্লেখযোগ্য  ছবিগুলির মধ্যে পড়ে 'পু','ব্যাঙ্গালোর ডেইজ', 'টেক অফ:। মালয়ালি ছবির পাশাপাশি বলিউডেও প্রথম ছবি করেন প্রয়াত কিংবদন্তী অভিনেতা ইরফান খানের সাথে। ২০১৭ সালে মুক্তি পাওয়া এই ছবির নাম "করিব করিব সিঙ্গেল"। ছবিটিতে পার্বতী থিরুভতুর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়োয়। হালে কড়ক সিং ছবিটিতে যথারীতি নিজের সাবলীল অভিনয়ের ছাপ রেখেছেন। পার্বতী থিরুভতু মাত্র ৩৫ বছরেই অর্জন করে ফেলেছেন একটি রাষ্ট্রীয় পুরস্কার, চারটি ফিল্মফেয়ার (সাউথ)পুরস্কার, এবং দুইটি কেরালা স্টেট্ ফিল্ম পুরস্কার। সাম্প্রতিক ইন্টারভিউতে অভিনেত্রী বলছেন যে সুপারস্টার হওয়ার থেকে সুপার অভিনেতা হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।রুপোলি দুনিয়ায় গ্ল্যামারের জৌলুসের মাঝে পার্বতীর স্নিদ্ধ, সৌম্য সত্ত্বা, মনে একধরণের অন্যরকম অনুভূতির স্বাদ আনে। মেইনস্ট্রিম সিনেমার পাশাপাশি ভিন্নস্বাদের ছবি ও ভিন্ন চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি কতটা পটু সেট তার মুক্তি পাওয়া ছবির তালিকা দেখে বোঝা যায়।

 

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments