নীলাঞ্জন রায় চৌধুরী: ২০০৭ সালে এন ডি টি ভি র একটি ইন্টারভিউতে শাহরুখ খান অনুপমা চোপড়াকে 'ওঁম শান্তি ওঁম' এবং 'সাওয়ারিয়া' র একই দিনে রিলিজের প্রসঙ্গে বলেছিলেন যে ইন্ডাস্ট্রিতে সালমান খান, ঋষি কাপুর, রনবীর, সোনম যাঁরা ভাই, বোন বন্ধুর মত, এদেরকে আমি চিনি এবং পছন্দ করি, যাকে আমি চিনি না সেটা হল সোনি পিকচার্স, তাই আই উইল টেক ডেম অন। এরপরে আপনারা সবাই জানেন যে 'ওঁম শান্তি ওঁম' কতটা ব্যবসা করেছিল এবং সাওয়ারিয়ার তরী কিভাবে ডুবেছিল! বলিউডে পা রাখলে শাহরুখ খানকে সমঝে চলাই উচিত, সোনি পিকচার্স এর মত গ্লোবাল ষ্টুডিও সম্ভবত এই শিক্ষাই নিয়েছিল। আজকে অর্থাৎ ২১ শে ডিসেম্বর 'ডাঙ্কি' রিলিজ হল, কাল অর্থাৎ ২২ শে ডিসেম্বর 'সালার' রিলিজ হবে। প্রথম সপ্তাহের শেষে বোঝা যাবে কে কেমন ব্যবসা শুরু করল। কিন্তু যে হাঙ্গামা গতদিনেই শুরু হয়ে গেছে সেটা বোধহয় আরো বিরাট কিছু। হোমেবেল ফিল্মস এর কর্ণধার হুমকি দিলেন যে সাউথের পিভিআর এবং মিরাজ সালারের শো আর পাবে না, কারণ তারা পূর্বনির্ধারিত চুক্তি মানেনি। কথা অনুযায়ী 'সালার' এবং 'ডাঙ্কি'-র সমসংখ্যক শো প্রতিদিন পাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে ডাঙ্কি বেশি শো টাইম পাচ্ছে। যা নিয়ে হোমেবেল ফিল্মস এবং সালার টিম যথেষ্ট ক্ষুব্ধ। অন্যদিকে ডাঙ্কির তরফ থেকে এসব নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। সালার টিমের এই আত্মবিশ্বাসের বেশ কয়েকটি কারণ থাকতে পারে,
১. সাউথে সিঙ্গেল স্ক্রিনের রমরমা
২. কে জি এফ এর গগনচুম্বি সাফল্য
৩. অবশ্যই সাউথের দর্শক এবং ষ্টারদের নিজস্ব ফ্যানবেস।
৪. প্রশান্ত নীলের ক্রিয়েটিভিটি।
রিলিজের আগের মুহূর্ত অব্দি দেখা যায় 'সালার' 'ডাঙ্কি'-র থেকে প্রি বুকিংএ যথেষ্ট এগিয়ে আছে, এবং সর্বভারতীয় স্তরে বেশি শো পাচ্ছে। রিলিজের আগ মুহূর্তে সালারের ১,৩৯৮,২৮৫ টি টিকিট প্রিবুকিং হয়েছে। সর্বভারতীয় স্তরে ২৯.৩১ কোটি টাকা আয় হয়েছে। যেখানে ডাঙ্কি প্রায় ১৫ কোটি টাকা প্রিবুকিং থেকে কামিয়েছে।
আবার উল্টোদিকে 'সালার' ১০৪৩০ শো পেয়ে রিলিজ হচ্ছে যেখানে প্রায় ৪০৬৮ শো ই তেলেগু এবং ৩৮০৩ শো হিন্দিতে। 'ডাঙ্কি' হিন্দিতে প্রায় ১৫ হাজার শো নিয়ে রিলিজ হচ্ছে। শাহরুখ খানের সাথে এর আগে যাদেরই টক্কর হয়েছে তাদের ফল খুব একটা ভালো হয়নি। এবার পৃথিবীর দুটো বৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি হিন্দি বনাম তেলেগুর লড়াই। দেখা যাক ভাগ্য কার সহায় হয়।
ছবি: সংগৃহীত
Leave Comments