• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

'ডাঙ্কি ' না ' সালার '? বছরের শেষে কাকে বেছে নেবে দেশের দর্শক?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: ভারতীয় সিনেমা কয়েক বছর ধরে কিছু ঐতিহাসিক বক্স অফিসের সাক্ষী থাকছে। সে বলিউড হোক বা দক্ষিণের ছবি। বছরের শেষেও সেই ধারা অব্যাহত। সপ্তাহান্তে দর্শকেরা শাহরুখ খানের কমেডি-ড্রামা ডাঙ্কি এবং প্রভাসের ক্রাইম-থ্রিলার সালারের মধ্যে যেকোনও একটিকে পছন্দ হিসেবে বেছে নেবেন। ইন্টারনেটে দুই তারকা ইতিমধ্যেই এই যুদ্ধে পক্ষ বেছে নিতে শুরু করেছে। কেউ শাহরুখ ভক্ত তো কেউ আবার প্রভাস। যদিও কেউ কেউ সালারে রক্তপাত দেখে ডাঙ্কিকেই বেছে নিয়েছেন। কেজিএফ-এ খ্যাতির পর ফের দক্ষিণে ঝড়। বাণিজ্য বিশ্লেষকরা ছুটির মরসুমে বক্স অফিসেও দুই তারকার জমজমাট পারফরম্যান্স নিয়ে ভীষণভাবে আশাবাদী।

শাহরুখের এবারের ছবি ইমোশনাল ড্রামা। আবার অন্য দিকে এতটা অ্যাকশন দেখে প্রভাস অভিনীত এই ছবির জন্য অনেকেই মুখিয়ে। তবে সাউথের রাজ্যগুলিতে সালারের জন্য যে একটু আলাদা জায়গা থাকবে, একথা বলাই যায়। বাণিজ্য বিশেষজ্ঞ শ্রীধর পিল্লাই বলেছেন যে সালার ইতিমধ্যেই ডাঙ্কির চেয়ে কেরলে বেশি স্ক্রিন পেয়েছে। তাঁর মতে, শুধু কেরল নয়, গোটা দক্ষিণ ভারতেই এমন হবে। আবার অন্যদিকে  ডাঙ্কি শুধুমাত্র হিন্দিতেই মুক্তি পাচ্ছে এবং তা তামিল বা তেলেগুতে ডাব করা হচ্ছে না। যা এসআরকের ছবির ক্ষেত্রে দক্ষিণী দর্শকদের আকর্ষণ করার ক্ষেত্রে অনেকটাই কঠিন হবে বলা চলে।


ডাঙ্কির উদ্বোধনের দিনেই ৩,৮৩,৮৯৮টি টিকিট দেশব্যাপী বিক্রি হয়েছিল। এবং প্রায় কয়েক কোটি টাকা আয়ও করেছে। তুলনায়, সালার, ২২ ডিসেম্বর মুক্তি পায়, ডাঙ্কির একদিন পরে থেকেও অনেকটা এগিয়ে এই ছবি। বিশেষ করে দক্ষিণে তো বটেই। চলতি বছরে একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকের মনজয় করেছে শাহরুখ। পাঠান, জওয়ানের পর এবার অন্য ধরনের সিনেমা ডাঙ্কি। তাতে কি শাহরুখকে গোল দেবেন প্রভাস?

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments