• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

রাজনৈতিক টানাপোড়েনকে পিছনে ফেলে, এবার সরকারি প্রেক্ষাগৃহে দেখা যাবে মিঠুনকে!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: দেব-মিঠুনের 'প্রজাপতি' গত বছর জায়গা পায়নি নন্দনে। এই নিয়ে চর্চাও কম হয়নি তখন। মিশেছিল রাজনৈতিক রং-ও। কিন্তু এবার কি নন্দনে জায়গা পাবে মিঠুনের 'কাবুলিওয়ালা'? বেশ কয়েকদিন ধরেই এমন প্রশ্ন ঘোরাফেরা করছিল টলি অন্দরে। দেব অভিনীত 'প্রধান'-এর ভাগ্যে এবার নন্দন রয়েছে কি না সেই নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে সব প্রশ্নের উত্তর পাওয়া গেল।

নন্দনে শো পেল দুটো ছবিই। শুক্রবার থেকে দুটি করে শো থাকছে কাবুলিওয়ালা সিনেমার। গত বছর, সুপারহিট হয়েছিল প্রজাপতি। আর সেই সিনেমাকে নন্দনে জায়গা না দেওয়া নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করেছিল আমজনতার বড় একটা অংশ। কথা উঠেছিল, বিরোধীপক্ষের নেতা এবং রাজ্য সরকারের সমালোচক হওয়ায় নাকি মিঠুনের ছবি জায়গা পায়নি নন্দনে। শিল্পে রাজনীতিকে এভাবে টেনে আনা নিয়েও হয়েছিল সমালোচনা। তাই হয়তো, কাবুলিওয়ালার ক্ষেত্রে কোনও ঝুঁকিই নিতে চায়নি নন্দন কতৃপক্ষ। 

নন্দনের পাশাপাশি আরও একটি সরকারি হলে দেখানো হচ্ছে কাবুলিওয়লা। আর তা হল রাধা স্টুডিও। প্রজাপতির আগে অনীক দত্তের সিনেমা  ‘অপরাজিত’-ও শো পায়নি নন্দনে। সেবারও এই রাজনৈতিক মতভেদই ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। রাজ্য সরকারে কট্টর সমালোচক হওয়াতেই নাকি অনীক দত্তের অপরাজিতকে জায়গা দেওয়া হয়নি, মত ছিল নিন্দুকদের।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments