• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

যেই নেতৃত্ব নিয়ে এত জল ঘোলা, সেই নেতৃত্বই নাকি অনিশ্চিত! তাহলে মুম্বাইয়ের কেপ্টেন সেই রোহিতই?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বিতর্কের রেশ এখনও কাটেনি। কিংবা বলা যেতে পারে বিতর্ক যেন মিটতেই চাইছে না। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই আশঙ্কার এক নতুন মুখ খুলে গেল। রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি থেকে কেন ছাঁটাই করা হল, সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে চলেছে ভারতীয় ক্রিকেট মহল। রোহিত নাকি ট্রেডিংয়ে মুম্বই ছাড়তে পারেন, এই গুঞ্জন রোজ একটু একটু করে বাড়ছে। ঠিক এমন পরিস্থিতিতে বেশ এলোমেলো করা এক খবর সামনে এল। হার্দিক পান্ডিয়াকে ভবিষ্যতের মুখ হিসেবে তুলে ধরতে চাইছে অম্বানি পরিবার, সেই পরিকল্পনা কি আদতে বাস্তবায়িত হবে? ওয়ান ডে বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোঁড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়া কোনও সিরিজেই খেলতে দেখা যায়নি তাঁকে। বলা হচ্ছিল আইপিএল থেকেই নাকি পূর্ণ ছন্দে দেখা যাবে হার্দিককে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলবেন ভারতীয় জার্সিতে। কিন্তু আশঙ্কার নতুন খবর বলছে, আফগানদের বিরুদ্ধে হোম সিরিজ তো বটেই, হয়তো আইপিএলের শুরুর দিকে হার্দিককে নাও খেলতে দেখা যেতে পারে। 

কিন্তু সমস্যা কোথায়? কেন হার্দিককে নিয়ে হঠাৎ এই দোলাচল? নতুন বছরের ১১ থেকে ১৭ জানুয়ারি ভারত-আফগানিস্তানের ৩ ম্যাচের টি-টোয়োন্টি সিরিজ রয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর বলছে, তার মধ্যে হার্দিক পান্ডিয়া গোঁড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠবে না। ফলে ঘরের মাঠে হতে চলা আফগান সিরিজে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, আগামী আইপিএলের শুরুর দিকে হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে নাও দেখা যেতে পারে তাঁকে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, হার্দিক পান্ডিয়া ক্রিকেটে কবে ফিরবেন তা নিয়ে কোনও আপডেট নেই। এমনকি তিনি আইপিএলের জন্যও উপলব্ধ থাকবেন কিনা, সে বিষয় নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। হার্দিক পান্ডিয়া যতদিন না ক্রিকেটে ফিরছেন টিম ইন্ডিয়ার পাশাপাশি মুম্বই শিবিরও বেশ চাপে থাকবে। হার্দিকের অনুপস্থিতিতে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং প্রোটিয়াদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু প্রোটিয়া সফরে গিয়ে পায়ে চোট পেয়েছেন সূর্যকুমার যাদব। ফলে নতুন বছরে দেশের মাটিতে আফগানদের বিরুদ্ধে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন, এই নিয়েও প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments