শীর্ষ টাইমস ডেস্ক: মেয়ের জন্মের এক বছরের কিছু সময় পর অবশেষে তাকে প্রকাশ্যে নিয়ে এলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাঁরা তাঁদের ভক্তদের বড়দিন যেন আরও বিশেষ করে তুললেন এই সারপ্রাইজ দিয়ে। এই প্রথম মেয়ে রাহাকে নিয়ে বাইরে এলেন রণবীর এবং আলিয়া। এদিন রাহাকে একটি গোলাপি এবং সাদা রঙের জামায় দেখা যায়। তার পায়ে ছিল রেইনডিয়ারের মতো লাল জুতো। মেয়েকে কোলে নিয়ে এদিন বাইরে আসেন রণবীর। তাঁর পাশে ছিলেন আলিয়া।
এই প্রথম মিডিয়ার সামনে এল ছোট্ট রাহা! প্রথম নজরেই সবার মন কেড়ে নিয়েছে সে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় তুমুল ঝড় তুলেছে কাপুর পরিবারের এই ছোট্ট সদস্যের ছবি ও ভিডিও। আলিয়া ভট্টকে দেখা গেল কালো ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেসে, মাথায় ছিল রেইনডিয়ার হেয়ারব্যান্ড। রাহার বাবা, অভিনেতা রণবীর কপূর পরেছিলেন কালো শার্ট জিন্স ও জ্যাকেটে। তবে সমস্ত লাইমলাইট পড়ল তারকা কন্যার ওপরই। শুভানুধ্যায়ীরা বলছেন রাহার মুখের সঙ্গে নাকি তাঁর গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ রাজ কপূরের মুখের মিল আছে অনেকটাই। ওই নীল রঙের চোখের চাউনি নাকি তাঁর কাছ থেকেই পাওয়া। ওদিকে পিসি করিশ্মা কপূরেরও নীল চোখ। সব মিলিয়ে নেটিজেনদের মতে ভট্ট নয়, কপূর পরিবারের সঙ্গে বেশি মিল রয়েছে তার। প্রথম জন্মদিনের প্রায় মাস দেড়েক পর প্রথম সামনে এল রাহা। আর তাই অনুরাগীদের মধ্যে বাঁধ ভেঙেছিল উচ্ছ্বাসের।
ছবি: সংগৃহীত
Leave Comments