শীর্ষ টাইমস ডেস্ক: ভুবন বাদ্যকরের গলায় ' বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম ' গানটা সবারই শোনা। গানটা এতটাই জনপ্রিয় তথাকথিত ' ফেমাস ' হয়েছিল যে প্রায় প্রত্যেকেই ওই গানে রিল বানিয়ে ফেলেছিল। ভুবন বাদ্যকর একজন বাদাম বিক্রেতা ছিলেন, যিনি খালি গলায় এই গান গেয়ে বাদাম বিক্রি করতেন। এই গান নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় সর্বত্র। এরপরই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
এখন ভুবন বাদ্যকর বেশ জনপ্রিয় নাম। কোনও গানকে ভাইরাল করতে হলেই ওনাকে রাখা হয় সেই গানে। তাতে গানের মান পড়লেও তাই সই। এর আগে ছিলেন রানু মন্ডল। প্রখ্যাত সঙ্গীত শিল্পী হিমেশ রেশামিয়া তাকে সুযোগ দিয়েছিলেন স্টেশন থেকে সোজা বলিউডে। সেই গানও যেমন হয়েছিল ভাইরাল তেমনই হয়েছিল ট্রোলের শিকারও। সেই গান গাওয়ার পর তার বাড়িতেই হামেশাই কোনও না কোনও ইউটিউবার গিয়ে হাজির হত। আর রানু মণ্ডলের রাগের রিয়েকশন নিজের চ্যানেলে দেখাত। এটাও ছিল ট্রেন্ড।
কিন্তু এইসবের মধ্যে গান ভাইরাল করতে গিয়ে পড়ে যাচ্ছে গানের মান। আর তাতে নেই কারোরই কোনও মাথা ব্যাথা। গান যেমনই হোক সেই গানকে ট্রেন্ডিং এবং ভাইরাল হতেই হবে।
ছবি: সংগৃহীত
Leave Comments