• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

আমির - কন্যাকে বিয়ে করতে গেঞ্জি আর হাফ প্যান্টে উপস্থিত পাত্র!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: খান পরিবারে বছর শুরু বিয়ের আবহে। গত বছর বাগ্‌দান সম্পন্ন হওয়ার পরে ২০২৪ সালের শুরুতেই বিয়ে করলেন আমির খানের কন্যা ইরা খান। দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে চার হাত এক হল তাঁর। কয়েক মাস আগে নূপুরের সঙ্গে বাগ্‌দান সেরেছিলেন ইরা। সেই অনুষ্ঠানে হবু বর-কনেকে দেখা গিয়েছিল কালো স্যুট ও লাল গাউনে। তবে বিয়ের জন্য সাবেকি সাজই বেছে নিয়েছিলেন ইরা। যদিও আর পাঁচ জন কনের মতো লেহঙ্গা বা শাড়ি পরেননি আমির-কন্যা। বরং, ছক ভেঙে হারেম প্যান্ট, ব্লাউজ ও ওড়না দিয়ে সেজেছিলেন তিনি। ৩ জানুয়ারি বিয়ের অনুষ্ঠানে ইরার সাজপোশাক নজর কেড়েছে নেটিজেনদের। তবে, ইরার স্বামী নূপুর শিখরের সাজে ছিল অন্য চমক। শেরওয়ানি বা পঞ্জাবি তো নয়ই বরং কালো রঙের গেঞ্জি ও সাদা হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে উঠলেন তিনি!

ইরা ও নূপুরের বিয়ের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হতেই নূপুরের সাজপোশাক নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। কেউ কেউ বলছে সোজা নাকি জিম থেকে চলে এসেছে পাত্র! আচার মেনে বিয়ে না হয় করছেন না তাঁরা, তাই বলে নিজের বিয়েতে গেঞ্জি ও হাফপ্যান্ট! অবাক সবাই। তবে নেটাগরিকদের কৌতূহল নিরসন করার উদ্যোগ নিলেন ইরা নিজেই। সমাজমাধ্যমের ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় ইরাকে বলতে শোনা গেল, ‘‘সই সাবুদ করার পরে এ বার নূপুর স্নান করতে যাবে"। সত্যিই  সই-সাবুদ মেটার পর স্নান সেরে গাঢ় নীল রঙের শেরওয়ানিতে সেজে অতিথিদের সামনে এলেন আমিরের জামাই। আসলে পেশায় ফিটনেস প্রশিক্ষক নূপুর। শরীরচর্চার মধ্যেই থাকতে ভালবাসেন তিনি। তাই ঘোড়ায় বা গাড়িতে চড়ে বরযাত্রীদের সঙ্গে নয়, উল্টে আট কিলোমিটার দৌড়ে বিয়ের মঞ্চে পৌঁছন তিনি। তাই জন্যই এরকম সাজ পোশাকে বিয়ের দিন দেখা গিয়েছে তাঁকে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments