• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

' জামাল কুদু ' গানে মাথায় গ্লাস নিয়ে নাচ সৃজিতের! খোশ মেজাজে পরমও!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: রাতবিরেতে টলিপাড়ায় হইচই! আর এই হইচইয়ের নেপথ্যে টলিউডের প্রায় সব তারকারা থাকলেও, নেটিজেনদের ফোকাসে সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়! গুঞ্জনে ছিল এক সময় পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন স্বস্তিকা। পরমের পর সৃজিতের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন স্বস্তিকা। সে প্রেম ঘুঁচেছে। এখন তাঁরা বন্ধু! আর সেই দুই বন্ধু ওরফে প্রাক্তনের সঙ্গেই স্বস্তিকার বৃহস্পতিবার দেখা হইচইয়ের বর্ষবরণের পার্টিতে। একসঙ্গে ছবি তুললেন, দিলেন আড্ডাও।

তবে বিন্দাস সৃজিত কিন্তু আরও একধাঁপ এগিয়ে। পার্টিতে যেই না ‘অ্যানিম্যাল’ ছবির ‘জামাল কুদু’ গান চলল, তখনই মাথায় মদের গ্লাস নিয়ে সৃজিতের সেকি নাচ! সেই ফ্রেমে চলে এলেন পরম। সৃজিতের মাথা থেকে টুক করে গ্লাস নিয়ে দিলেন চুমুক। আবার রেখেও দিলেন। নাচের টাল সামলাতে না পেরে গ্লাসটা যেই সৃজিতের মাথা থেকে মাটিতে পড়তে যাবে, ঠিক তখনই হাজির স্বস্তিকা। শুধু গ্লাস নয়, নাচের নেশায় টালমাটাল সৃজিতকেও সামলালেন তিনি।  তবে শুধুই পরম ও স্বস্তিকা নয়, সৃজিত নেচেছেন যিশু সেনগুপ্তর সঙ্গেও। টলিতারকাদের নাচে, গানে হইচইয়ের পার্টি একেবারে জমজমাট।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments